ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্ভিক্ষের পদধ্বনি শুনছেন মওদুদ

প্রকাশিত: ১১:৩২, ২২ নভেম্বর ২০১৯

দুর্ভিক্ষের পদধ্বনি শুনছেন মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শুনছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির উদ্যোগে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার চোখের সামনে এখনও ১৯৭৪ সাল ভাসছে। ৭৪-এ দেশে যে অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা নেমে এসেছিল আজকে আবারও দুর্ভিক্ষের সেই পদধ্বনি আমি শুনতে পাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সর্বস্তরে আন্দোলন কর্মসূচীর দাবি থাকলেও আন্দোলনে ব্যর্থতার জন্য কেন নেতাদের বাড়ি ঘেরাও হচ্ছে না এমন প্রশ্ন করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য ডু অর ডাই আন্দোলন করতে হবে। মওদুদ বলেন, যে সরকার সামান্য নিত্যপণ্যের ব্যবস্থা নিশ্চিত করতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। পেঁয়াজের চড়া মূল্যের পর চালের দাম একদিনে কেজিতে ৫ টাকা বেড়েছে। এখন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ২০১৯ সালটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বছর। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। নুসরাত হত্যা থেকে শুরু করে ছাত্রলীগের চাঁদাবাজি ও টেন্ডারবাজি, যুবলীগের ক্যাসিনো কা- এবং তারপরে পেঁয়াজ ও লবণের সমস্যা। বিরোধী দলকে দমন করার জন্য খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক কারণে তাকে কারাগারে রাখা হয়েছে। জামিনে যদি খালেদা জিয়ার মুক্তি না হয় তাহলে একমাত্র বিকল্প হচ্ছে রাজপথের আন্দোলন-সংগ্রামে তাঁর মুক্তি নিশ্চিত করা। আজ দেশের মানুষ তা করতে প্রস্তুত আছে। মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে আমরা কি ধরনের কর্মসূচী দেই। সেই কর্মসূচীতে অংশগ্রহণ করে তারা শুধু খালেদা জিয়াকে মুক্ত করা নয়, দেশে গণতন্ত্রও ফিরিয়ে আনবে। দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, এ্যাডভোকেট আহমদ আযম খান, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আবআদুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী-খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম। আন্দোলনে ব্যর্থতার জন্য কেন বিএনপি নেতাদের বাড়ি ঘেরাও হচ্ছে না?-গয়েশ্বর ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সর্বস্তরে আন্দোলন কর্মসূচীর দাবি থাকলেও আন্দোলনে ব্যর্থতার জন্য কেন নেতাদের বাড়ি ঘেরাও হচ্ছে না এমন প্রশ্ন করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য ডু অর ডাই আন্দোলন করতে হবে। বৃস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, গত এক মাসে সকল ফোরাম এবং সকল পর্যায় থেকে একটিই দাবি ছিল আর তা হচ্ছে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। খালেদা জিয়া মুক্তি হলেই তারেক রহমান দেশে ফিরতে পারবেন, অন্যথায় নয়। কিন্তু কথার ফুলঝুরি দিয়ে তারেক রহমান বা আমাদের খুশি করার জন্য যদি আমরা ব্যস্ত থাকি তাহলে খালেদা জিয়ার জেলখানা হবে চিরস্থায়ী এবং তারেক রহমানের দেশান্তর হবে চিরস্থায়ী। সেই কারণেই আজকে আমাদের মূল দায়িত্ব মরি আর বাঁচি আন্দোলন। আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আয়োজক সংগঠনের নেতা সাবেরা নাজমুল, জাসাসের নেতা শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ। এ সরকারের পতন ছাড়া দেশে শান্তি ফিরবে না- সালাম ॥ এ সরকারের পতন ছাড়া দেশে শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী জনতা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সালাম বলেন, প্রবাদ আছে একটি মিথ্যা কথা ঢাকতে হাজারটা মিথ্যা কথা বলতে হয়। বর্তমান সরকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কথাই বলে।
×