ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর উত্তরায় ‘কার ফ্রি স্ট্রিট’ উদ্বোধন আজ

প্রকাশিত: ১১:৩২, ২২ নভেম্বর ২০১৯

রাজধানীর উত্তরায় ‘কার ফ্রি স্ট্রিট’ উদ্বোধন আজ

নগরায়ণের প্রভাবে উধাও হয়ে যাচ্ছে খেলার মাঠ। ইট-বালু, পাথরে আটকা পড়ছে শিশুদের বর্ণিল শৈশব। লাফিয়ে, দৌড়ে আর ছুটে বেড়ানোর শৈশব কাটাচ্ছে চার দেয়ালের মাঝে, বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসের সঙ্গে সময় কাটিয়ে। ফলে বাস্তবিক শিক্ষার জন্য বিশাল এই পৃথিবীর সঙ্গে পরিচিত না হয়েই অনেক শিশু ডুবেছে ছোট্ট মোবাইল স্ক্রিনে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, শিশুদের বিকাশের জন্য প্রতিদিন অন্তত এক ঘণ্টা বাইরে খেলাধুলা করা উচিত। এই সামাজিক সমস্যাটিকে তুলে ধরতে এবং জনমনে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে ইউলিভারের বিখ্যাত ব্রান্ডসার্ফ এক্সেল শুরু করেছে ক্যাম্পেন- মুক্ত হোক শৈশব। এই ক্যাম্পেনটি সমস্যা সম্পর্কে শুধু মানুষকে সচেতনই করছে না, সমাধানের জন্য নিয়েছে ভিন্নধর্মী বেশকিছু উদ্যোগ। ‘মুক্ত হোক শৈশব’ ক্যাম্পেনটির প্রথম কার্যক্রম হচ্ছে ‘কার ফ্রি স্ট্রিট’। এ বছরের প্রথম থেকে এই আয়োজন করছে সার্ফ এক্সেল। ব্যস্ত এই শহরে শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি ও সার্ফ এক্সেল ঢাকার মানিক মিয়া এভিনিউতে আয়োজন করে আসছে ‘কার ফ্রি স্ট্রিট’। এই আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ায় ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা উত্তরাতেও চালু হচ্ছে ‘কার ফ্রি স্ট্রিট’। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুর রহমান অভিনব এ আয়োজনকে রাজধানীর আরও বেশি এলাকায় পৌঁছে দিতে আগ্রহী এবং আমন্ত্রণ জানিয়েছেন সার্ফ এক্সেলকে। সার্ফ এক্সেলের সহযোগিতায় ডিএনসিসি আজ ২২ নবেম্বর উত্তরার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে ‘কার ফ্রি স্ট্রিট’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সড়কটিতে এখন থেকে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শিশুদের খেলাধুলার জন্য সংরক্ষিত থাকবে।-বিজ্ঞপ্তি
×