ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্চেন্ট ব্যাংকের এমডিরা শেয়ার ব্যবসা করতে পারবেন

প্রকাশিত: ১১:৩০, ২২ নভেম্বর ২০১৯

মার্চেন্ট ব্যাংকের এমডিরা শেয়ার ব্যবসা করতে পারবেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের শেয়ার ব্যবসার রাস্তা উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭০৭তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে মার্চেন্ট ব্যাংকের সিইওদের শেয়ার ব্যবসা নিষিদ্ধ করা ছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর সংশোধন প্রস্তাব কিছু পরিবর্তন সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে। আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের কর্পোরেট পরিচালক আলিফ টেক্সটাইল লিমিটেড শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলিফ টেক্সটাইল কোম্পানিটির মোট ২৩ লাখ ৩৮ হাজার ৭৬১টি শেয়ার বেচবে। এই কর্পোরেট পরিচালকের কাছে কোম্পানির মোট ১ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৯১৩টি শেয়ার আছে। আলিফ টেক্সটাইল আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
×