ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলহাজ পরিচালকের ৫৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৩০, ২২ নভেম্বর ২০১৯

আলহাজ পরিচালকের ৫৫ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি এবং বিক্রিতে সহযোগিতা করার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইলের পরিচালক মোঃ সামসুল হুদা এবং এএনএফ ম্যানেজমেন্টকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির ৭০৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রির মাধ্যমে আলহাজ টেক্সটাইলের পরিচালক মোঃ সামসুল হুদাকে আইন ভঙ্গের দায়ে মোঃ সামসুল হুদাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির পরিচালক হওয়ার কারণে মূল্য সংবেদনশীল তথ্য জেনে সুবিধা নেয়ার অভিযোগে তিনি শাস্তির আওতায় পড়েন। এএনএফ ম্যানেজমেন্ট কোং লিমিটেড (ডিএসই ট্রেক নং-১১৭) কর্তৃক মোঃ সামসুল হুদা (আলহাজ টেক্সটাইলের পরিচালক থাকাকালীন) পূর্ব ঘোষণা ছাড়া ১ লাখ ৪৫ হাজার ৭২৮টি শেয়ার বিক্রিতে সহযোগিতা করা হয়েছে এবং মোঃ সামসুল হুদা একই সঙ্গে এএনএফ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও সভায় আলহাজ টেক্সটাইলের বিরুদ্ধে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায় উক্ত অভিযোগ থেকে কোম্পানিটিকে অব্যাহতি দেয়া হয় এবং আলহাজ টেক্সটাইলের শেয়ার লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘স্পট মার্কেট’ এ লেনদেনের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
×