ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় তোলপাড়

প্রকাশিত: ১১:১১, ২২ নভেম্বর ২০১৯

হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় তোলপাড়

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের জকিগঞ্জে এক যুবককে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় এ নিয়ে তোলপাড় হচ্ছে। নির্যাতনকারী জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালামকে গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছেন। এরই মধ্যে শুরু হয়েছে পুলিশী তৎপরতা। নির্যাতনের ঘটনাটি তিন মাস আগের। এই ঘটনা এতদিন চাপা পড়ে থাকার পর নির্যাতনের ভিডিও গত কয়েকদিন ফেসবুকে প্রচার হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ায় অভিযুক্ত নির্যাতনকারীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম স্থানীয় আট গ্রাম গুচ্ছ গ্রামের আফজাল মিয়া নামের এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতন করছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, নির্যাতনের ঘটনাটি ঘটেছে চার পাঁচ মাস আগে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত নির্যাতনকারীকে গ্রেফতার করতে অভিযান চলছে। এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, আব্দুস সালামের বিরুদ্ধে নির্যাতনের আরও অনেক অভিযোগ রয়েছে। গত ১২ নবেম্বর আব্দুস সালাম বিচারের নামে স্থানীয় আব্দুল মান্নান নামের একজনকে জনসম্মুখে নির্যাতন করেন। এই অপমান সহ্য করতে না পেরে মান্নান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন- এমন একটি অভিযোগও এসেছে পুলিশের হাতে। ফরিদ উদ্দিন জানান, মারধরের অভিযোগও তদন্ত করছে পুলিশ। এর মধ্যেই এই ভিডিওটিও পাওয়া গেছে।
×