ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি চক্রান্তের পথ বেছে নিয়েছে ॥ কাদের

প্রকাশিত: ১১:০৫, ২২ নভেম্বর ২০১৯

বিএনপি চক্রান্তের পথ বেছে নিয়েছে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনসমর্থন হারিয়েছে। একইসঙ্গে আন্দোলনেও ব্যর্থ হয়ে তারা এখন চক্রান্তের পথ বেছে নিয়েছে। তারা জানে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তাদের এখন কাজই হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে গুজব সৃষ্টি, গুজবের ডালপালা ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। বৃহম্পতিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত সাংস্কৃতিক উপ-কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেপরোয়াভাবে রাজনীতি করছে। তাদের এখন বেহাল দশা। বিএনপি তাদের দলের নেত্রীর জন্য একটি আন্দোলনও করতে পারেনি। সেতুমন্ত্রী বলেন, বিএনপি পেঁয়াজের ওপর ভর করে আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এর পরে গুজব ছড়িয়ে লবণ ও চালের মূল্য বৃদ্ধির চক্রান্ত করতে চেয়েছিল, তাতেও ব্যর্থ হয়েছে। বিএনপির আন্দোলনের কোন ইস্যু নেই। দেশে কোন ঘটনা ঘটলেই তার ওপর ভর করে আন্দোলন করতে চায়। সব শেষ পরিবহনেও ব্যর্থ হয়ে এখন তারা হতাশ। গুজবের ওপর ভর করে রাজনীতি, বিএনপির রাজনীতি হচ্ছে গুজব ছাড়ানোর। এর ফলে দিনের পর দিনই কেবল সঙ্কুচিত হচ্ছে তারা। তিনি আরও বলেন, বিএনপি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছে। তারা চক্রান্ত করতে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। নতুন আইনটি সংশোধনের দাবিতে মালিক-শ্রমিকরা তিনদিন বাস চালানো বন্ধ রাখার পর বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। তাই যান চলাচলে বিঘœ ঘটার কোন কারণ নেই। সড়ক পরিবহন আইন সঠিকভাবে কার্যকর হবে। আইন প্রয়োগে অহেতুক বাড়বাড়ি হবে না। বাড়াবাড়িটা না হলে সমস্যা হবে না। তিনি বলেন, ‘বাস্তব পরিস্থিতির আলোকে আমরা বিধিমালা প্রণয়ন করেছি। আইন প্রয়োগ করতে গিয়ে যদি কোন কিছু অসঙ্গত মনে হয়, তাহলে সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। পরিস্থিতি এখন আর অস্বাভাবিক হওয়ার কোন কারণ নেই। সবকিছুই আলাপ-আলোচনার মধ্যে দিয়ে সমাধান হয়েছে। কাভার্ডভ্যান অলরেডি চলাচল শুরু করে দিয়েছে।’ তিনি বলেন, নতুন সড়ক পরিবহন আইনের বিধিমালা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিধি হয়ে গেলেই আর কোন সমস্যা থাকবে না। তিনি বলেন, জেব্রাক্রসিং, সাইন এ্যান্ড সিগনাল এগুলো বিধিতে আছে। মূল বিষয়টা হল শৃঙ্খলা; সড়কে ও পরিবহনে শৃঙ্খলা ফেরাতে হবে। সেটা হচ্ছে আমাদের টার্গেট, আর সেটাই আমাদের ফোকাস। ‘সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ’ মর্মে বিএনপির নেতাদের এমন সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির কারণে নাজুক অবস্থায় নিপতিত। এখন নেতা-কর্মীদের চাঙ্গা রাখার জন্য তাদের অনেক মিথ্যাচার করতে হয়। সরকারবিরোধী কথাবার্তা বলতে হয়। এসব বলার জন্যই বলছে। বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। রাজনীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ গণতন্ত্র বলতে যা বোঝায়, তার চর্চা আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল করে বলে তাঁর জানা নেই। বড় দলগুলো তো করেই না। কোন দলের নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, ‘দুটি বড় দলে দেখা যায়, সেক্রেটারি সকালে আছে, তো বিকেলে নেই। কোন পদে যে কাউকে যেকোন সময়েই তারা নিয়ে আসতে পারে। এটা আমাদের দলে সম্ভব না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলের সভাপতির কাছে কিছু দায়িত্ব দেয়া আছে। তিনি যেটা করেন, সেটাও তিনি নির্বাহী কমিটিতে পাস করান। আমাদের যে নির্বাহী কমটি আছে, সেটা ছাড়া তিনি পাস করাতে পারেন না। গঠনতন্ত্রে যদি কোন পরিবর্তন আনতে চান, সেটা কাউন্সিল ছাড়া সম্ভব না। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নির্বাচনেও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা অনুসরণ করি।’ ওবায়দুল কাদের বলেন, এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে ব্যতিক্রম। এছাড়া বঙ্গবন্ধুর জš§শতবার্ষিকীতে হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা আওয়ামী লীগে আছে যা অন্য দলে নেই। এখানে নেতা নির্বাচিত করতে হলে ভোটের মাধ্যমে হয়। সমস্যা থাকলে প্রধানমস্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়। সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, চিত্রনায়ক আকবর হোসেন খাঁন পাঠান এমপি, উপ-কমিটির সদস্য সাইফুল আজম বাশার, লিয়াকত আলী লাকী, আহকামুল্লাহ, আশরাফুল আলম খোকন, মেহের আফরোজ শাওন, জায়েদ খান, এসডি রুবেল, নুরুল আলম পাঠান, জয়দেব নন্দী, আশিক রণো প্রমুখ।
×