ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাম বেশি হওয়ায় যশোরে পেঁয়াজ চাষে আগ্রহী কৃষক

প্রকাশিত: ০৯:৪৫, ২২ নভেম্বর ২০১৯

দাম বেশি হওয়ায় যশোরে পেঁয়াজ চাষে আগ্রহী কৃষক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পেঁয়াজ কা- নিয়ে সারাদেশে হুলুস্থূল চলছে। দাম বৃদ্ধি পেতে পেতে ৩০ থেকে ৪০ টাকার পেঁয়াজ আড়াই শ’ টাকা ছুঁয়ে যায়। গত চারদশকে নজিরবিহীন এই দামবৃদ্ধির লাগাম টানতে সরকার দ্রুততার সঙ্গে বিদেশ থেকে বিমানে পেঁয়াজ আমদানি করছে। এমন পরিস্থিতির মধ্যে বেশি দামের আশায় যশোরাঞ্চলের কৃষকরা আগের চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ করছেন। যশোর সদরের সাতমাইল এলাকার সিরাজুল, সাহেব আলীসহ অনেকে জানান, তাদের এলাকার কৃষকরা সবজি চাষ করেন। কিন্তু এবার অনেকে পেঁয়াজ চাষ করছেন। এই এলাকার শাহাদাত হোসেন গতবার পাঁচ কাঠা জমিতে পেঁয়াজ লাগিয়েছিলেন। এবার সেখানে তিনি ২ বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়েছেন। চুড়ামনকাটি এলাকার চিত্রও একই। সেখানকার মাঠে অনেক চাষী এবার পেঁয়াজ চাষ করেছেন। কেউ কেউ দুই একদিনের মধ্যেই চাষের কাজ শেষ করবেন। চুড়ামনকাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, পোলতাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম, আব্দুল মান্নান ও রবিউল ইসলাম এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। আব্দুলপুর গ্রামের বিল্লাল হোসেন, আজিজুল ইসলাম ও নাজমুল ইসলাম চাষের জন্য পাতা ফেলেছেন। আর বাগডাঙ্গা গ্রামের মহব্বত আলী, মগহাটি গ্রামের মহিউদ্দিনসহ অসংখ্য চাষী পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছেন বাজারে পেঁয়াজের দাম ভাল থাকায়। তিনি আরও বলেন, কৃষকরা যাতে পেঁয়াজ চাষ করেন এজন্য আমরা উদ্বুদ্ধ করছি। যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের আছির আলী গত মৌসুমে চার কাঠা জমিতে পেঁয়াজ আবাদ করেন। এবার বাড়িয়ে আট কাঠা জমিতে চাষ করছেন। চাষীদের ভাষ্য, হঠাৎ দাম বৃদ্ধিতে তারা পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালক ইমদাদ হোসেন শেখ বলেন, ‘যশোর জেলায় এবার এক হাজার ৫০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
×