ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমার থেকে ১০০ বিনিয়োগকারী বাংলাদেশে আসতে চাইছে

প্রকাশিত: ০৯:৪৪, ২২ নভেম্বর ২০১৯

মিয়ানমার থেকে ১০০ বিনিয়োগকারী বাংলাদেশে আসতে চাইছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারকে বাদ দিয়ে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন কোরিয়ান বিনিয়োগকারীরা। কোরিয়ার শিল্পপার্ক উন্নয়ন কোম্পানি-কেআইসি মিয়ানমারে দুটি শিল্পপার্ক তৈরির কাজ করছে। তবে প্রায় ১শ বিনিয়োগকারী সেখান থেকে তৃতীয় কোন দেশে সরে যেতে যাচ্ছে। আর সেই তৃতীয় দেশ হিসেবে তাদের আগ্রহ বাংলাদেশে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে মধ্যম আয়ের ক্রেতাদের বড় বাজার রয়েছে। পাশাপাশি বিদ্যুত, জমি এবং অবকাঠামো দিক থেকে আগের চেয়ে ভাল অবস্থার কারণে বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন। কোরিয়ার শিল্পপার্ক উন্নয়নকারী কোম্পানি কোরিয়া ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কর্পোরেশন কেআইসি। বর্তমানে মিয়ানমারে দুটি শিল্পপার্ক তৈরির কাজ করছে প্রতিষ্ঠানটি। অবকাঠামো জটিলতার কারণে সেখানকার প্রায় ১শ বিনিয়োগকারী সরে যেতে চায় অন্য কোন দেশে। আর বিকল্প দেশ হিসেবে তাদের পছন্দের তালিকায় বাংলাদেশ। শিল্পপার্ক করতে প্রায় ৪শ একর জমির চাহিদা কেআইসির। প্রকল্পের নাম দেয়া হয়েছে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশ। এ প্রকল্পে তারা বিনিয়োগ করতে চায় প্রায় ৪ হাজার ২৫০ কোটি টাকা। বিশ্লেষকরা বলেছেন, ওয়ান স্টপ সার্ভিস চালুসহ অন্যান্য জটিলতা কমালে আরও অনেকেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। বিদেশী বিনিয়োগ আকর্ষণে সব সময় বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল মিয়ানমার। তবে ২০১৮ সালে মিয়ানমারকে পেছনে ফেলে এগিয়ে যায় বাংলাদেশ।
×