ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা আয়কর মেলায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকার রাজস্ব আদায়

প্রকাশিত: ০৯:৪৪, ২২ নভেম্বর ২০১৯

খুলনা আয়কর মেলায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকার রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। গতবছর আদায় হয়েছিল ৪২ কোটি টাকা। মেলা শুরু হওয়ার পর থেকে এ বছরই সবচেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। ১৪ নবেম্বর থেকে শুরু হয়ে বুধবার রাত ৮টায় আয়কর মেলা শেষ হয়। এবারের আয়কর মেলায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকা রাজস্ব আদায়ের পাশাপাশি রিটার্ন দাখিল হয়েছে ৫২ হাজার দুই শ’ ২৬টি। নতুন টিআইএন রেজিস্ট্রেশন করছেন দুই হাজার চারশত ৬০ ব্যক্তি এবং আয়কর সংক্রান্ত সেবা গ্রহণ করেছেন ৯৭ হাজার পাঁচ শ’ ৬৫ ব্যক্তি। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বুধবার রাতে সপ্তাহব্যাপী আয়কর মেলার সমাপনীতে এই সকল তথ্য জানান খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন, খুলনা কর আপীল অঞ্চলের কর কমিশনার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন বাংলাদেশ ট্যাক্সেস ল-ইয়ার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার ড. অঞ্জণ কুমার সাহা, যুগ্ম-কর কমিশনার মোঃ মঞ্জুর আলম, কর আপীল অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোঃ মহিদুর রহমান প্রমুখ।
×