ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলে সুবিধাবঞ্চিতদের মাঝে এবার ভ্যাসলিনের ৪ লাখ জার বিতরণ হবে

প্রকাশিত: ০৯:৪৩, ২২ নভেম্বর ২০১৯

উত্তরাঞ্চলে সুবিধাবঞ্চিতদের মাঝে এবার ভ্যাসলিনের ৪ লাখ জার বিতরণ হবে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতায় বৃহস্পতিবার বগুড়ায় ভ্যাসলিনের হিলিং প্রজেক্টের জনসচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। শীতের শুষ্কতায় ছোট ধরনের ত্বকের সমস্যা যেন সাধারণ মানুষের ভয়াবহ অসুখের কারণ না হয়ে উঠতে পারে সে উদ্দেশ্য সামনে রেখে ইউনিলিভারের ‘স্কিন কেয়ার ব্রান্ড’ ভ্যাসলিনের এই আয়োজনে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী বিপাশা হায়াত। ‘ভ্যাসলিন হাতে হাতে ছড়িয়ে পড়ুক ত্বক সুস্থ করার শক্তি’ লক্ষ্যকে সামনে রেখে এবার উত্তরাঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভ্যাসলিন হিলিং প্রজেক্টের মাধ্যমে ৪ লাখ ভ্যাসলিন জার বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। বগুড়া টিএমএসএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের উর্ধতন কর্মকর্তারাসহ ভ্যাসলিন হিলিং প্রজেক্ট উদ্যোগের সহযোগী-বেসরকারী সংস্থা টিএমএসএসের চিকিৎসক, প্রশিক্ষক, নার্সসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভ্যাসলিনের ব্রান্ড শুভেচ্ছাদূত বিপাশা হায়াত ত্বকের সুস্থতার প্রয়োজনীয়তা তুলে ধরে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে সকলের প্রতি জার ডোনেট করার আহ্বান জানান। তিনি বলেন, সুস্থতা থাকলে মানুষ দেশ ও পরিবারসহ সমাজের জন্য কাজ করতে পারে। এছাড়া টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা, টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রশিদুল ইসলাম, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মতিউর রহমান বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, ইউনিলিভারের ‘ভ্যাসলিন হিলিং’ প্রজেক্টের মাধ্যমে ২০১৬ সালে সুবিধাবঞ্চিতদের মাঝে ৫০ হাজার এবং ২০১৭ সালে ১ লাখ ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়েছিল। এবার ৪ লাখ মানুষের কাছে তা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়া রংপুর,কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় এই প্রজেক্টে এবার হেলথ ক্যাম্প করা হবে। সেখানে ত্বকের প্রয়োজনীয় চিকিৎসাসহ সুবিধাবঞ্চিতদের ভ্যাসলিন জার দেয়া হবে।
×