ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবারও শুরু হচ্ছে অ-২১ হকি দলের ক্যাম্প

প্রকাশিত: ০৯:২৮, ২১ নভেম্বর ২০১৯

 আবারও শুরু হচ্ছে অ-২১ হকি দলের ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অ-২১ জাতীয় হকি দলের ক্যাম্প। ক্যাম্পে ডাকা ৩৪ খেলোয়াড়কে শনিবার দুপুরে হেড কোচ মামুন-উর-রশীদ ও সহকারী কোচ আলমগীর আলমের কাছে রিপোর্ট করতে হবে। রবিবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে দলের অনুশীলন। ওমান যুব হকি দলের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে গত ১৬ অক্টোবর থেকে ছুটিতে যায় অ-২১ হকি দল। ক্যাম্পের ৩৪ খেলোয়াড় হচ্ছেন : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, রাজিব দাস, সিহাব হোসেন, দেবাশীষ কুমার রায়, ওবায়দুল হক জয়, হৃদয় হোসেন, আবেদ উদ্দিন, নাহিয়ান শুভ, মেহেদী হাসান, জাহিদ হোসেন, সাবাদুর রহমান মিঠু, রকিবুল হাসান, মেহরাব হাসান শামিন, মেহেদী হাসান, আমিরুল ইসলাম, নাজমুল হাসান মৃদুল, রকিবুল হাসান, আজিজুল ইসলাম, সজীব হোসেন শিফাত, হৃদয় শেখ, পারভেজ হোসেন, খালেদ মাহমুদ রাকিন, আরশাদ হোসেন, রাজু আহম্মেদ তপু,সারোয়ার মুর্শেদ শাওন, সোহাদুর রহমান, মেহেদী হাসান (ডিফেন্ডার), আশরাফুল, ফজলে রাব্বি, শফিউল আলম, প্রিন্স লাল সাসন্ত, মাহাবুব হোসেন, নাঈম উদ্দিন।
×