ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৯:২২, ২২ নভেম্বর ২০১৯

সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ নবেম্বর ॥ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থ বেকার প্রায় ৫০ মহিলার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন হস্তান্তর করেন। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাঃ সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। দুদকের গণশুনানি নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২১ নবেম্বর ॥ মাগুরায় সরকারী সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি শ্রবণ, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সজেকা, যশোর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মাগুরার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
×