ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাকরি দেয়ার নামে প্রতারণা

চৌগাছায় মাদ্রাসার সহকারী সুপারের নামে মামলা

প্রকাশিত: ০৯:২১, ২২ নভেম্বর ২০১৯

চৌগাছায় মাদ্রাসার সহকারী সুপারের নামে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ব্যাংকে চাকরি দেয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাতের ঘটনায় চৌগাছা উপজেলার রোস্তমপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল আলিমের বিরুদ্ধে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর শহরের বেজপাড়া তালতলা মোড় এলাকার আলাউদ্দিন আহম্মেদের ছেলে রিয়াজ উদ্দিন আহম্মেদ মিথুন বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক আসামি আব্দুল আলিমের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। জানা গেছে, বাদী রিয়াজ উদ্দিন আহম্মেদের সঙ্গে আসামি রোস্তমপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল আলিম পূর্বপরিচত। আব্দুল আলিম বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারী-বেসরকারী চাকরি দিতে পারেন বলে রিয়াজ উদ্দিনকে জানান। সে কারণে রিয়াজ উদ্দিনের ফুপাতো বোনকে প্রাইম ব্যাংকে চাকরি দেয়ার ব্যাপারে সুপারিশ করেন। আব্দুল আলিম প্রাইম ব্যাংকে চাকরি দিতে ১ লাখ টাকা ঘুষ লাগবে বলে জানান। তার প্রস্তাবে রাজি হয়ে রিয়াজ উদ্দিন গত ১৫ ফেব্রুয়ারি তার বাসায় ডেকে আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা দেন। তিন মাসের মধ্যে চাকরি দেয়ার পর বাকি ৫০ হাজার টাকা দিতে হবে বলে ও জানিয়েছিলেন আব্দুল আলিম। এরপর কয়েক মাস অতিবাহিত হলেও আব্দুল আলিম তার বোনকে ব্যাংকে চাকরি দিতে পারেননি। অবশেষে আব্দুল আলিমের কাছে টাকা ফেরত চাইলে না দিয়ে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে গত ২১ সেপ্টেম্বর সকালে রিয়াজ উদ্দিন কয়েকজন লোক সঙ্গে নিয়ে মাদ্রাসায় যান এবং টাকা ফেরত চান। এ সময় আব্দুল আলিম তার মাদ্রাসার সুপারসহ কয়েকজনকে সাক্ষী রেখে ২১ অক্টোবরের মধ্যে টাকা পরিশোধ করবেন বলে একটি অঙ্গীকারনামা লিখে দেন। ধার্য দিন অতিবাহিত হলেও আব্দুল আলিম তাকে টাকা ফেরত দেননি। টাকা আদায়ে ব্যর্থ হয়ে প্রতারণার অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন। বিচারক আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
×