ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

বরিশালে ব্যবসায়ীসহ নিহত দুই

প্রকাশিত: ০৯:২০, ২২ নভেম্বর ২০১৯

বরিশালে ব্যবসায়ীসহ নিহত দুই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন খান বাদল (৬০) নিহত হয়েছেন। শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন বুধবার রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান। বাদল খান গৌরনদী বন্দরের ব্যবসায়ী ও পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুলের বড় ভাই। সে বরিশাল শহর থেকে ভারতীয় ভিসা সংগ্রহ করে বন্দরের অপর ব্যবসায়ী জাকির ফকিরকে নিয়ে মোটরসাইকেলযোগে গৌরনদীতে ফিরছিলেন। বৃহস্পতিবার চিকিৎসার জন্য বাদল খানের ভারতে যাওয়ার কথা ছিল। অপরদিকে মুলাদী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় আহত পিইসি পরীক্ষার্থী তাসমিয়া আক্তার চাঁদনী বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছে। চাঁদনী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাসিন্দা শহিদুল চৌকিদারের কন্যা ও কাজিরচর নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছিল। গত ২০ নবেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিক্সা চাঁদনীকে চাপা দেয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে স্থানীয় ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জে ভ্যানচালক ও যাত্রী নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, কাভার্ডভ্যান চাপায় ব্যাটারি-চালিত ভ্যানের দু’ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে সড়কটি আধাঘণ্টা অবরোধ করে রাখে। নিহতরা হলেন, ভ্যানচালক কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের মৃত আয়েন উদ্দিন সিকদারের ছেলে আব্দুল মান্নান সিকদার (৬০) ও ভ্যানযাত্রী গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোতালেব সরদারের ছেলে রাজমিস্ত্রি মঞ্জুর সরদার (৩৮)। এছাড়া ভ্যানযাত্রী মঞ্জুর সরদারের ছেলে হৃদয় সরদার (১৫) আহত হয়। গোপালগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীগামী প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যান ডুমদিয়া পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মঞ্জুর সরদার নিহত হয়। হাসপাতালে আনার পর ভ্যানচালক আব্দুল মান্নান সিকদার মারা যান। মঞ্জুরের ছেলে হৃদয়কে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঞ্জুর ও তার ছেলে রাজমিস্ত্রির কাজ করার জন্য ভ্যানে গোপালগঞ্জের পুলিশ লাইন এলাকায় যাচ্ছিলেন। ঘাতক কাভার্ডভ্যানটি বিজয়পাশা থেকে আটক করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন টায়ার জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিলে আধাঘণ্টা পর গোপালগঞ্জ সদরের ইউএনও মোঃ সাদিকুর রহমান খান ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। মোহনগঞ্জে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আকশাদ মিয়া (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আকশাদ পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। সে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বামেরচর গ্রামের আতিক মিয়ার ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে ধর্মপাশাগামী একটি ইজি বাইকের নিচে চাপা পড়লে এলাকাবাসী তাকে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×