ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিষেধক নেই, আতঙ্কিত কৃষক

বাউফলে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গবাদিপশু

প্রকাশিত: ০৯:২০, ২২ নভেম্বর ২০১৯

বাউফলে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গবাদিপশু

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ২১ নবেম্বর ॥ বাউফল উপজেলায় কয়েক হাজার গবাদি লাম্পি স্কিন রোগে আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গেছে। এর ফলে কৃষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিক্যাল টিম বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে। জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ২-৩ হাজার গবাদিপশু এ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু বগা ইউনিয়নে আক্রান্ত গবাদি পশুর সংখ্যা হবে সহ¯্র্রাধিক। ওই ইউনিয়নের চাবুয়া গ্রামের কয়েক কৃষক জানান, গবাদি পশুর গায়ের চামড়া ফেটে যাচ্ছে, মাংস পচে যাচ্ছে। গায়ে জ্বর হচ্ছে। খাবারে অনিহা দেখা দিচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তারা কোন প্রতিকার পাচ্ছেন না। তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এছাড়াও ওই ইউনিয়নের দাউরাভাঙ্গা, বামনিকাঠি, বালিয়াচাঁদপাল গ্রামে এই রোগটি মহামারি আকার ধারণ করেছে। বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার জানান, তিনি বিভিন্ন এলাকা থেকে গবাদি পশু আক্রান্তের খবর পেয়ে স্থানীয় প্রাণিসম্পদ অধিদফতরের যোগাযোগ করেছেন। বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিক্যাল টিম বগার দাউরা ভাঙ্গা গ্রামে গিয়ে আক্রান্ত গবাদিপশু পর্যবেক্ষণ করেছেন। কৃষকদের পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ রোগটির নাম ‘লাম্পি স্কিন’ দেখতে পক্স ও বসন্ত রোগের মতো। মূলত এটি একটি ভাইরাস রোগ। বিদেশ থেকে এসেছে। এটি ছোঁয়াছে রোগ। এ রোগের প্রতিষেধক এখন পর্যন্ত দেশে তৈরি হয়নি। তাই আক্রান্ত গবাদি পশুগুলো সুস্থ পশু থেকে অলাদা রাখতে হবে। গোয়াল ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ও আক্রান্ত গবাদিপশুকে উন্নতমানের খাবার দিয়ে সবল রাখতে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোন গবাদি পশুর মৃত্যু খবর পাওয়া যায়নি। তাই কৃষকদের আতঙ্কিত না হয়ে বরং শান্ত থেকে পরিচর্যার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ করছি।’
×