ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:১৮, ২২ নভেম্বর ২০১৯

টুকরো খবর

নিখোঁজ পুলিশ পুত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার ঐতিহ্যবাহী দুর্গাসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ পুলিশ পুত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের নয় ঘণ্টা পর বুধবার রাত নয়টার দিকে দিঘিতে জাল টেনে ওমর ফারুক হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, হৃদয় নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা আরআরএফ পুলিশের হাবিলদার শাহ আলমের পুত্র এবং রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। হৃদয় বুধবার বেলা ১২টার দিকে বন্ধুদের সঙ্গে বাজি ধরে দুর্গাসাগর দিঘি সাঁতরে পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হন। দিঘির দক্ষিণপ্রান্ত থেকে নেমে সাঁতরে কিছুটা পথ অতিক্রম করার পরে ডুব দিয়ে নিখোঁজ হন হৃদয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নৌকাযোগে দিঘিতে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তল্লাশির একপর্যায়ে রাত নয়টার দিকে দিঘিতে জাল টেনে নিখোঁজ হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। তিন প্রতারক গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সমকামিতার ফাঁদে ফেলে বিভিন্ন মানুষকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এই চক্রের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- জসিম উদ্দিন, ইব্রাহিম ও মহিউদ্দিন। বুধবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন, একটি বিদেশী পিস্তল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি ও সমকামি গ্রুপ খুলে বিভিন্ন ধরনের উত্তেজনাকর পোস্ট দিয়ে থাকে। এতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ সাড়া দেয়। এ সুযোগে সুকৌশলে তাদের নারায়ণগঞ্জে ডেকে নিয়ে অপহরণ ও অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নেয়। পাশাপাশি তাদের মুক্তিপণ বাবদ পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমেও বিপুল অঙ্কের অর্থ আদায় করে থাকে। এই অভিনব কৌশলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনাগুলো ভুক্তভোগীরা বেশিরভাগ সময় লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় নেয়া থেকে বিরত থাকে। এ কারণে এসব অপরাধের ঘটনা চাপা পড়ে যায়। স্পিডবোট-ট্রলার সংঘর্ষে জেলা জজ আহত নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ নবেম্বর ॥ বুধবার সন্ধ্যার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ট্রলার-স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা (৫৭) আহত হয়েছেন। অক্ষত আছে তার গানম্যান শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা বুধবার সন্ধ্যার পরে ভিআইপি স্পিডবোট নিয়ে গানম্যানসহ কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়ার উদ্দেশে যাত্রা করেন। ঘাটের অদূরে ৩ নম্বর ফেরিঘাটের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফেরিযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। স্পিডবোট ঘাটের সুপার ভাইজার রাসেল বেপারি বলেন, ‘আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে পাচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাই। স্পিডবোট দুর্ঘটনায় তার মাথা কেটে গেছে। এছাড়া তার চোখেও আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।’
×