ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি পণ্যের ন্যায্যমূল্য দাবি

প্রকাশিত: ০৯:১৭, ২২ নভেম্বর ২০১৯

কৃষি পণ্যের ন্যায্যমূল্য দাবি

নিজস্ব সংবাদদাতা, ২১ নবেম্বর, গাইবান্ধা ॥ কৃষি পণ্যের ন্যায্যমূল্য, কৃষি ভর্তুকি ও সহায়তা নিশ্চিতকরণ এবং কৃষকবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রচারাভিযান কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার গাইবান্ধা পৌর পার্কে শহীদ মিনার চত্বরে কৃষিমেলা, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা এবং জেলা শহরে কৃষকদের র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী পালিত হয়। এর আগে ক্ষমতায়ন প্রকল্পের পক্ষে কৃষি পণ্য উৎপাদক সমিতি ও গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা যৌথ উদ্যোগে এ উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্ষমতায়ন প্রকল্পের কনসালটেন্ট বেনজীর আহমেদ উল্লেখ করেন, গাইবান্ধা, কুড়িগ্রাম, ময়মনসিংহ, শেরপুর ও সাতক্ষীরা জেলার ১৯ উপজেলায় ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র কৃষকরা যাতে সামষ্টিকভাবে স্থানীয় সরকারী কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপন, দাবি-দাওয়া উপস্থাপন, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সাংগঠনিকভাবে অধিক সক্রিয় হতে পারেন সে লক্ষ্যে প্রকল্পের নানামুখী কর্মকা- পরিচালিত হচ্ছে। কৃষি পণ্যের ন্যায্যমূল্য ও কৃষি ভর্তুকি এবং সহায়তা নিশ্চিতকরণে এই প্রকল্পের আওতায় প্রচারাভিযান শুরু করা হয়েছে। যাতে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের মাধ্যমে সামগ্রিক কৃষি কাজ থেকে কৃষকরা আরও লাভবান হতে পারে।
×