ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী অঞ্চলে বেড়েছে অস্ত্র ও মাদকের কারবার

প্রকাশিত: ০৯:১৬, ২২ নভেম্বর ২০১৯

রাজশাহী অঞ্চলে বেড়েছে অস্ত্র ও মাদকের কারবার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বেড়েছে ক্ষুদ্রাস্ত্র ও মাদকের কারবার। রাজশাহী ছাড়াও এ অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাটের বিভিন্ন রুটে চোরাকারবারিদের অপতৎপরতা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সীমান্তে সক্রিয় থাকলেও উল্লেখযোগ্যহারে কমছে না এসব চোরাকারবারিদের অপতৎপরতা। ৫ জেলায় গত ৬ মাসে র‌্যাবের অভিযানে জব্দ করা হয়েছে ৫৪টি আগ্নেয়াস্ত্র। এছাড়া প্রায় ১৯ কেজি হেরোইন ও বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭৮৩ জনকে গ্রেফতারও করা হয়েছে। র‌্যাবের বাইরেও পুলিশ ও বিজিবির অভিযানেও প্রতিনিয়ত জব্দ করা হয়েছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও মাদক। গত ৬ মাসে শুধু রাজশাহী নগরী থেকেই নয়টি অস্ত্র এবং প্রায় ৬ কেজি হেরোইন ও বিভিন্ন ধরনের মাদকসহ ২০৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব রাজশাহীর অধিনায়ক ডিআইজি মাহফুজুর রহমান বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দের তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ বুধবার রাতে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বরের শীর্ষ অস্ত্র ও মাদককারবারি সুজন আলী ওরফে বাবুকে গ্রেফতার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
×