ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাবি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ০৯:১৪, ২২ নভেম্বর ২০১৯

রাবি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) প্রশাসনের বিরুদ্ধে নিয়োগ ও প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বিস্তর অভিযোগ এনেছেন আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষকদের একাংশ। এসব অভিযোগের দ্রুত তদন্ত ও প্রশাসনের অপসারণ দাবি করেছেন তারা। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ^বিদ্যালয়’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ দাবি করেন। গত ৩০ সেপ্টেম্বর উপ-উপাচার্য চৌধুরী মোঃ জাকারিয়ার সঙ্গে আইন বিভাগের এক চাকরি প্রত্যাশীর স্ত্রীর সঙ্গে ‘দরকষাকষি’র অডিও ফাঁসের পর থেকে প্রশাসনের অপসারণ দাবি করে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে এই সংবাদ সম্মেলন করেন তারা। আগামী কয়েকদিনের মধ্যে এসব অভিযোগ প্রমাণসহ জনসম্মুখে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম লিখিত বক্তব্যে বলেন, উপাচার্য আবদুস সোবহান বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়োগ নীতিমালা পরিবর্তন করে নিজের মেয়ে ও জামাইকে শিক্ষক নিয়োগ দিয়েছেন। দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া আইন বিভাগের শিক্ষক শিবলি ইসলামের স্ত্রীকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগ দেয়াসহ নিয়োগ বোর্ড ছাড়াই নিকট আত্মীয়সহ অর্ধশতাধিক এডহক ও মাস্টাররোল নিয়োগ দেয়া হয়। এছাড়া আটটি বিভাগের ২৪ শিক্ষক নিয়োগ দিয়েছেন যাদের অনেকেরই আগের নীতিমালায় আবেদন করার যোগ্যতায় ছিল না। স্বজনপ্রীতি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অনেক এডহক নিয়োগ দিয়েছেন যারা প্রকৃত অর্থেই অযোগ্য ও নিকটাত্মীয়। তিনি আরও অভিযোগ করেন, ১০০% পেনশন সুবিধা নেবার জন্য উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির কাছে তথ্য গোপন করে বেআইনীভাবে উপাচার্য পদ থেকে এক বেলা অব্যাহতি নিয়ে বিভাগে গিয়ে অবসর নিয়ে ফের উপাচার্য পদে আসেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুন্নবী সামাদী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এক্রাম উল্যাহ, আইন বিভাগের সভাপতি বিশ^জিৎ চন্দ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক চঞ্চল প্রমুখ।
×