ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে আশ্রয় চাইলেন এমকিউএম নেতা আলতাফ

প্রকাশিত: ০৯:১২, ২২ নভেম্বর ২০১৯

ভারতে আশ্রয় চাইলেন এমকিউএম নেতা আলতাফ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন পাকিস্তানের করাচিভিত্তিক রাজনৈতিক সংগঠন মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন। কদিন আগে লন্ডন থেকে ফেসবুকে সম্প্রচারিত এক ভাষণে এ অনুরোধ জানান আলতাফ। নিজের পাশাপাশি সহযোগীদেরও ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ৯ নবেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যদি ভারত ও মোদি আমাকে ভারতে আসার অনুমতি দেয় এবং সহযোগীদেরসহ আমাকে রাজনৈতিক আশ্রয় দেয়, তাহলে সহযোগীদের নিয়ে আমি ভারতে আসতে প্রস্তুত কারণ আমার দাদার কবর সেখানে, আমার দাদির করব সেখানে। -ডন দক্ষিণ কোরিয়া থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের দক্ষিণ কোরিয়া থেকে ৪ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। হোয়াইট হাউস জানায়, দেশটিতে অবস্থান করা মার্কিন সেনাদের জন্য সহায়তা বৃদ্ধি না করলে তারা সেনাদের প্রত্যাহার করবে। দক্ষিণ কেরিয়ায় বর্তমানের ২৮ হাজার ৫০০ সেনা অবস্থান করছে। সেখানে আমেরিকার বার্ষিক ব্যয় ৫০০ কোটি ডলার। ২০১৯ অর্থবছরে জাতীয় প্রতিরক্ষা আইন অনুযায়ী সেখান থেকে ৩-৪ হাজার সেনা কমিয়ে ফেলার একটি প্রস্তাব কংগ্রেসে পাস হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা বন্ধ করে দেয় আমেরিকা। -রয়টার্স
×