ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বারী সিদ্দিকী স্মরণে...

প্রকাশিত: ১২:০৭, ২১ নভেম্বর ২০১৯

বারী সিদ্দিকী স্মরণে...

প্রয়াত ফোক সম্রাট বারী সিদ্দিকীর জন্মদিন ১৫ নবেম্বর। মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর, প্রখ্যাত বংশীবাদক ফোক সম্রাট বারী সিদ্দিকীর জন্মদিন। ১৯৬৪ সালে নেত্রকোনার এক সভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে বংশীবাদক হিসেবে কাজ করেন। প্রয়াত হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে প্লে-ব্যাক করে তিনি কণ্ঠশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সোয়া চান পাখি, পুবালী বাতাসে, মানুষ ধর মানুষ ভজ, আমি একটা জিন্দা লাশসহ অসংখ্য গানে তিনি কণ্ঠ দিয়েছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য গঠন করা হয়েছে ‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।’ সে মোতাবেক তাঁর জন্মদিন উপলক্ষে আগামী ২১ নবেম্বর, শওকত ওসমান মিলানায়তন, পাবলিক লাইব্রেরি, শাহবাগে আয়োজন করা হয়েছে স্মৃতিচারণ ও আলোচনা সভার। ওই অনুষ্ঠানে দেশবরেণ্য কণ্ঠশিল্পী মুজিব পরদেশী, আশরাফ উদাস, ফকির শাহাবুদ্দিন, বাউল শফি ম-ল, ডলি শায়ন্তনী, শাহানাজ বেলী, লালন কন্যা বিউটিসহ অসংখ্যা শিল্পী উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠানে গুণীজন সম্মাননা পর্বে উপস্থিত থাকবেন খ্যাতিমান গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, হাসান মতিউর রহমান, মিল্টন খন্দকার, দেলোয়ার আরজুদা শরফ, শাহবুদ্দিন মজুমদার, আশরাফ ফারুক, রবিউল হাসান প্রমুখ। ওই অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েবসহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব।
×