ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

বুবলির নয়া মিশন

প্রকাশিত: ১২:০৬, ২১ নভেম্বর ২০১৯

বুবলির নয়া মিশন

চিত্রনায়িকা শবনম বুবলি। শোবিজ বা চিত্রপুরীতে যার কাজের অভিজ্ঞাতা দীর্ঘ সময়ের না হলেও তাকে নিয়ে সময়ে সময়ে দীর্ঘ আলোচনা কিন্তু চলেছে অনবরত। একটু পরিস্কার করে বলি, বছর চারেক আগে ‘বসগিরি’ নামে একটি সিনেমাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা এবং কৌতুহল তৈরি হয়। অবশেষে একরকম আগুনে ঘি ঢেলে চমৎকার একটি রসায়নের আশায় এই সিনেমায় বসের শিষ্য হয়েছিলেন শবনম বুবলি! ওটাই ছিল বুবলির এন্ট্রি। বাস! শাকিব-বুবলি হিট.. অতপর এই জুটির একের পর এক সিনেমা ঈদ, কোরবানীর উৎসব রাঙ্গিয়েছে সঙ্গে অসংখ্য সিনেমা প্রেমীদের হৃদয়। মানব জীবনে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আকারে বা ওজনে ছোট হলেও মনুষ্য জীবনে এসবের প্রভাব থাকে ব্যাপক যেমন ‘একঘেওমি।’ এই শব্দের নেতিবাচক প্রভাব ব্যক্তিজীবন থেকে সামষ্টিক জীবন একেবারে তলানিতে নিয়ে যেতে পারে। তেমনি নেতিবাচক প্রভাব পরতে শুরু করেছিল চলতে থাকা শাকিব-বুবলি আলোচিত জুটিতে। যদিও বারং বার বুবলি বলে এসেছে তিনি বহুমাত্রিক চরিত্র এবং বহুজনের সঙ্গে চলচ্চিত্রের রূপালি পর্দায় নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে চান। অপেক্ষা কেবল সময় এবং সঠিক সুযোগের তবেই নয়া মিশনে নাম লেখাবেন। অবশেষে বুবলির ক্যারিয়ারে এমনি অধ্যায়ের অভিষেক ঘটতে চলেছে। গত দুই দিন আগে খবর আসে তার নতুন সিনেমার..এবারে বুবলির নতুন সিনেমার খবরের সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে আর তা হল দীর্ঘদিন ধরে যে বিষয় তিনি বলে আসছেন তার প্রতিফলন। অর্থাৎ, এবারের সিনেমায় বুবলির চরিত্র এবং অভিনয় সঙ্গী। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নামের সিনেমায় নিরব হোসেনের সঙ্গে নব অধ্যায়ের সূচনাতে দেখা যাবে ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেত্রীকে। এই বিষয় নিয়ে বুবলির সঙ্গে কথা হয় আনন্দকণ্ঠের। আলাপ কালে জানতে চেয়ে ছিলাম বেশ কিছুদিন ধরে নিরব থাকার প্রসঙ্গেÑ উত্তরে বলেছেন, আপনারা জানেনইতো আমি একটু প্রচার বিমুখ, বলতে পারেন ঘরকুনো! আমি সিনেমার মানুষ আমাকে নিয়ে খবর হওয়া মানে আমার অভিনীত সিনেমার আপডেট আর যখন সিনেমার খবর থাকে না তখন অপ্রয়োজনীয় ইস্যূতে নিজেকে কোন খবরের বিষয় বানাতে চেষ্টা করি না। আমি নিরব বা সরব এটা আসল কথা নয়। আমার কাজটাই আসল। জেনেছিলাম আপনার মা অসুস্থ্য, চিকিৎসার জন্যে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন, আপনার মা এখন কেমন আছেন? আলহামদুল্লিলাহ, আগের থেকে অনেক ভাল তবে চিকিৎসা এখনও চলছে। নতুন সিনেমার খবর বলেন? বুবলি, তার আগে একটু বলতে চাই, আমি কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছি যেহেতু আমি একজন অভিনয় শিল্পী তাই চরিত্রের প্রয়োজনটা আমাকে সবার আগে চিন্তা করতে হবে, এমন চরিত্র এবং গল্পের জন্য আমার সব সময় অপেক্ষা ছিল তবে তারাহুরো ছিল না। ক্যাসিনোর গল্প আমাকে এই অপেক্ষার অবশান ঘটিয়েছে। বর্তমান সময়ে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ক্যাসিনো শব্দটা ভীষণ পরিচিত এবং চর্চিত একটি শব্দ। এই ইমেজের সঙ্গে আপনার নতুন সিনেমার গল্পের মিল কতখানি? বুবলি, দেখেন আমি মনে করি সিনেমা হল সময়ের একটা প্রতিচ্ছবি সেটা বর্তমান এবং অতীতের হতে পারে, আসলকথা হল- যে গল্পেরই সিনেমা আমরা দর্শকদের জন্য নির্মাণ করি না কেন সেখানে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের ভাল-মন্দলাগার বিষয়টা জরুরী কারণ দর্শক পকেটের টাকা খরচ করে সিনেমা হলে যায় সুতরাং ‘ক্যাসিনো’ সমসাময়িক গল্পের সিনেমা তবে দেশের বর্তমান বাস্তবতাকে ডির্জাভ করে না। বলতে পারেন একটি বৈশ্বিক গল্প। বাকিটা হলে গিয়ে আবিস্কার করতে হবে। শাকিব বিহীন আপনার প্রথম সিনেমা কিভাবে দেখছেন? আমি তো আগেই বলেছি আমি একজন অভিনয় শিল্পী আর চলচ্চিত্র আমার ধ্যানজ্ঞান এই বিষয়টা নিয়ে ওভাবাবে খুব একটা ভাবি নি, যে কারণে সবসময় বলে এসেছি সুযোগ হলে অন্যদের সঙ্গে সিনেমা করবো এখন ব্যাটে বলে মিলেগেল তাই করছি। শূট্যিয়ের কাজ শুরু হচ্ছে কবে? এই নবেম্বরেই শুরু হবে। শবনম বুবলি বিশ্বাস করেন তিনি একজন চলচ্চিত্র শিল্পের সারথি। অনেক পরিশ্রম এবং চ্যালেঞ্জ ওভারকাম করা ছারা এখানে স্বাতন্ত্র্য প্রতিষ্ঠিত হয় না যে কারণে, কিছুটা হলেও আড়ালে থেকে নিজেকে অবিরাম ভাঙ্গা গড়ার চেষ্টা করেন আর এসব কথার উত্তর খুঁজতে হলে অপেক্ষা করতে হবে তার পরর্বতি স্টারডাম বিহীন সিনেমা ক্যাসিনোর..
×