ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়;###;সপ্তম অধ্যায় প্রস্তুতি-১ ॥ বহুনির্বাচনী-৩০;###;সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১১:৫৭, ২০ নভেম্বর ২০১৯

অষ্টম শ্রেণির পড়াশোনা

শিক্ষক হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। বাংলাদেশের সংবিধান ২০১৪ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে ? (ক) ১১ (খ) ১৩ (গ) ১৫ (ঘ) ১৬ ২। রাষ্ট্র পরিচালনার মূল নীতি চারটি কোথায় লিপিবদ্ধ করা আছে ? (ক) সংবিধানে (খ) স্বাধীনতা সনদে (গ) আইন গ্রন্থে (ঘ) সরকারি দলের গঠনতন্ত্রে। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য। কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় ৩০০ আসনের কোনটিতেই প্রার্থী ছিলেন না। তিনি একজন নির্বাচিত সদস্য হিসাবে সংসদের অধিবেশেনে সরকারী চাকরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উপস্থাপন করেন। ৩। মিসেস তাসলিমা কাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ? (ক) জনগণের (খ) সাংসদদের (গ) মন্ত্রীপরিষদের (ঘ) প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের। ৪। মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসাবে নির্বচানের কারণ হচ্ছে (র) মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা (রর) সংসদের সদস্য সংখ্যা বাড়ানো (ররর) নারীর স্বার্থ সংরক্ষণ করা। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর। ৫। মন্ত্রিপরিষদের প্রধান কে ? (ক) প্রধানমন্ত্রী (খ) মন্ত্রী পরিষদ সচিব (গ) মন্ত্রী (ঘ) রাষ্ট্রপতি । ৬। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হলো (ক) পরিবার (খ) সামজ (গ) বিদ্যালয় ঘ) রাষ্ট্র । ৭। বাংলাদেশের সংসদ সদস্য যদি ৩০০জন হয় তাহলে কতজন সংসদ সদস্যের ভোটে সংবিধান সংশোধন করা যাবে? (ক) ১০০ জন সংসদ সদস্যের ভোটে (খ) ১৫০ জন সংসদ সদস্যের ভোটে (গ) ২০০ জন সংসদ সদস্যের ভোটে (ঘ) ১৪০জন সংসদ সদস্যের ভোটে । ৮। কোন সংশোধনির মাধ্যমে সংবিধানের চারটি মূলণীতি গ্রহণ করা হয়? (ক) দ্বাদশ (খ) ত্রয়োদশ (গ) চর্তুদশ (ঘ) পঞ্চোদশ। ৯। কোন ধরনের সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় ? (ক) এককেন্দ্রিক (খ) দ্বিকেন্দ্রিক (গ) যুক্তরাষ্ট্রীয় (ঘ) একনায়কতান্ত্রিক। ১০। বাংলাদেশের সংবিধান একটি- (র) লিখিত সংবিধান (রর) নাগরিকদের মৌলিক অধিকার এতে সন্নিবেশিত আছে (ররর) এটি রাষ্ট্র পরিচালনার একটি মৌলিক দলিল। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ১১। কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যাস্ত থাকে কোন সরকার পদ্ধতিতে? (ক) এককেন্দ্রিক সরকার পদ্ধতিতে (খ) একনায়কতান্ত্রিক সরকার পদ্ধতিতে (গ) যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতিতে (ঘ) গণতান্ত্রিক সরকার পদ্ধতিতে ১২। জেলা পরিষদের কাজ হলো- (র) রাস্তাঘাট নির্মাণ (রর) শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ (ররর) বিবাহ নিবন্ধন করা নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। আইন বিভাগের কাজ হলো- (র) আইন তৈরি করা (রর) আইন বাস্তবায়ন করা (ররর) আইন পরিবর্তন করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ কীভাবে নিয়োগপ্রাপ্ত হন ? (ক) প্রধানমন্ত্রী কর্তৃক (খ) রাষ্ট্রপতি কর্তৃক (গ) প্রধান বিচারপতি কর্তৃক (ঘ) স্পিকার কর্তৃক। ১৫। কোন শাসন ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক মনে করা হয়? (ক) একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় (খ) রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় (গ) সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় (ঘ) গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় । ১৬। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় যার ইচ্ছায় অনিচ্ছায় রাষ্ট্র পরিচালিত হয় (র) এক নায়কের (রর) এক দলের (ররর) রাষ্ট্রপতির। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর । ১৭। বাংলাদেশের আইনসভায় কয়টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত আছে ? (ক) ৩০টি (খ) ৪০টি (গ) ৫০টি (ঘ) ৬০টি । ১৮। বাঙালি জাতির মধ্যে ঐক্যের সৃষ্টি করেছে- (ক) একই ভাষা (খ) ভৌগলিক অবস্থান (গ) অর্থনৈতিক অসংগতি (ঘ) মুক্ত বাজার অর্থনীতি। ১৯। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ? (ক) চারটি (খ) পাঁচটি (গ) ছয়টি (ঘ) সাতটি। ২০। রাষ্ট্রের অপরিহার্য উপাদান - (র) সরকার (রর) জনসমষ্টি (ররর) সার্বভৌমত্ব। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । উত্তর ঃ ১(ঘ), ২(ক), ৩(খ), ৪(খ), ৫(ক), ৬(ক), ৭(গ), ৮(ঘ), ৯(গ), ১০(ঘ), ১১(ক), ১২(ক), ১৩(গ), ১৪(খ), ১৫(ঘ), ১৬(গ), ১৭(গ), ১৮(ক), ১৯(ক), ২০(ঘ)।
×