ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন নির্বাচনের ডাক বলিভিয়ায়

প্রকাশিত: ১১:৫৬, ২০ নভেম্বর ২০১৯

নতুন নির্বাচনের ডাক বলিভিয়ায়

সর্বশেষ নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়াকে কেন্দ্র করে বিরোধীরা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ফল ঘোষণার পর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, ধর্মঘট ও সড়ক অবরোধ করে রেখেছে। শনিবার প্রকাশিত ওএএস’র প্রাথমিক প্রতিবেদনে ২০ অক্টোবরের ভোটে ‘জালিয়াতির স্পষ্ট প্রমাণ পাওয়ার’ কথা জানানো হয় বলে জানায় বিবিসি। যদিও মোরালেস নির্বাচনে কোন ধরনের জালিয়াতি এবং সরকার প্রধান হিসেবে কোন দুর্নীতি করার অভিযোগ অস্বীকার করে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। ২০০৬ সালে প্রথমবার বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন মোরালেস। তারপর থেকে টানা ক্ষমতায় থাকা এই নেতা গত মাসের নির্বাচনেও জয়ী হন। লাতিন আমেরিকার ইতিহাসে তিনিই সবচেয়ে বেশিদিন ধরে ক্ষমতায় আছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা গত মাসের ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় বলিভিয়ার ইভো মোরালেস নতুন করে নির্বাচনের ডাক দেয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র : ইন্টারনেট
×