ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যান কারখানায় শ্রমিক নিহত ॥ মাদকসেবন ও বিক্রির দায়ে আটক ৫৩

প্রকাশিত: ১১:৩৯, ২০ নভেম্বর ২০১৯

ফ্যান কারখানায় শ্রমিক নিহত ॥ মাদকসেবন ও বিক্রির দায়ে আটক ৫৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ফ্যানের কারখানায় কাজ করার সময় লোহার এ্যাঙ্গেল পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে মিরপুরের লালকুঠি এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়া মাদকসেবন ও বিক্রির অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি ফ্যানের কারখানায় কাজ করার সময় লোহার এ্যাঙ্গেল পড়ে মীর আব্দুর রউফ (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, তারা মাতুয়াইলের কলেজরোডে সিলিকন ফ্যান ফ্যাক্টরিতে কাজ করেন। মঙ্গলবার সকালে কাজ করার সময় একটি লোহার এ্যাঙ্গেল তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রউফ দুই মেয়ের জনক। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই কিশোর আহত ॥ রাজধানীর মিরপুরের শাহ আলী লালকুঠি এলাকায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আরাফাত হোসেন রিফাত (১৫) ও মোঃ শাহেদ (১৮) নামের দুই শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার গভীররাতে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আহত রিফাতের বাসা আমিন বাজার এলাকায়। সে আমিন বাজার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ থেকে ৮ম শ্রেণীর পরীক্ষা দিয়েছে। আর শাহেদের বাসা মাজার রোডের জব্বার হাউজিংয়ে। সে তেজগাঁও কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের ছাত্র। হাসপাতালে আহত শাহেদ জানায়, তারা কয়েকজন সোমবার রাতে শাহআলী স্কুলের পেছনে রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল। তখন একই এলাকার সাকিব, রায়হান হাসানসহ ১০/১২ জন তাদের সঙ্গে তর্ক শুরু করে দেয়। সাকিবরা এলাকায় নিজেদের সিনিয়র দাবি করে। এই নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। পরে বন্ধুরা তাদের ২ জনকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত রিফাতের মা বিলকিস আক্তার জানান, সোমবার রাতে মিরপুর লালকুঠি এলাকায় নানির বাসায় বেড়াতে যায় রিফাত। এর কিছুক্ষণ পর সে নানির বাসা থেকে বের হয়। পরে জানতে পারি নানি বাড়ির বের হয়ে কয়েক বন্ধুদের সঙ্গে ফেরার পথে কে বা কারা রিফাতকে ছুরি মেরে পালিয়ে যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, রিফাতের বুকে, পেটে, পিঠেসহ শরীরে কয়েকটি আঘাত রয়েছে। আর শাহেদের বাম বগলের পাশে আঘাত রয়েছে। মাদকসেবন ও বিক্রির অপরাধে ৫৩ জন গ্রেফতার ॥ রাজধানীতে মাদকসেবন ও বিক্রির অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া সূত্র জানায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ৬টা পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় এলাকায় অভিযান চালায় থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম। অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হেরোইন, এক কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৪৩ লিটার দেশী মদ, ৪২ ক্যান বিয়ার ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।
×