ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট রুখে দিতে হবে ॥ সেলিমা রহমান

প্রকাশিত: ১১:৩৮, ২০ নভেম্বর ২০১৯

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট রুখে দিতে হবে ॥ সেলিমা রহমান

স্টাফ রিপোর্টার ॥ সিন্ডিকেটের কারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এই সিন্ডিকেটের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে এই সিন্ডিকেটকে রুখে দিতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে নামার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে সেলিমা বলেন, এমন আন্দোলন করতে হবে যেন সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। সেলিমা বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে এখন চালের দামও বাড়ছে। কিন্তু কারা দাম বাড়াচ্ছে? এসব পণ্যের দাম বাড়াচ্ছে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট তাদের অপকর্ম করে চলছে একের পর এক। সেলিমা রহমান বলেন, দেশে আজ গুম-খুন নিত্যদিনের ঘটনা। ক্যাসিনোর সঙ্গে জড়িতরা ধরা পড়ছে। কিন্তু তার কোন বিচার নেই। কয়েকটা চুনোপুঁটি ধরে আজকে পেঁয়াজ দিয়ে সেটা ঢাকা হচ্ছে। তারপর চাল দিয়ে ঢাকা হচ্ছে পেঁয়াজের দাম। এভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়ার পর একটা দিয়ে আরেকটা ঢাকা হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, সংগঠনের নেতা তকদিও হোসেন জসিম, সাইফুল ইসলাম, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ। শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের বাংলাদেশ এখন স্বৈরতান্ত্রিক দেশে রূপান্তরিত হয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধের জাতি, গণতন্ত্র প্রতিষ্ঠার জাতি, অধিকার আদায়ের জাতি। তাই এই সরকারের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়াবে। তিনি বলেন, পেঁয়াজসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু যারা উৎপাদন করছে সেই কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না। তারেক রহমানের জন্মদিনে ফখরুলের শুভেচ্ছা ॥ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী জানিয়ে দলের মহাসচিব তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে তরুণ সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করে উন্নয়ন ও উৎপাদনের মধ্যে যুক্ত করলে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে- এই চিন্তার ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে তারেক রহমান সারাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। ফখরুল বলেন, দেশের জনগোষ্ঠীর তৃণমূলে দীর্ঘদিনের অচলায়তন কাটিয়ে প্রাণসঞ্চার করেছিলেন তারেক রহমান। তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য তার হাঁস-মুরগি-ছাগল বিতরণ ও প্রতিবন্ধী মানুষদের কম্পিউটার বিতরণের কর্মসূচী ছিল যুগান্তকারী। ফখরুল বলেন, ওয়ান-ইলেভেনের মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার জনাব তারেক রহমানকে নিঃশেষ করার জন্য মামলা, শারীরিক নির্যাতন ও ক্রমাগত কুৎসা রটনার ধারা বর্ষণ চালায়। তারপরও তাকে নীরব ও বিচলিত করা যায়নি, দুর্বল করা যায়নি তার অটুট মনোবলকে। তার নামে অসংখ্য মামলা দায়ের করে একের পর এক সাজা দিয়ে যাচ্ছে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে। তারেক রহমানের জন্মদিন পালনে বিএনপির কর্মসূচী ॥ তারেক রহমানের জন্মদিন পালন করতে কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচী ঘোষণা করা হয়। এ কর্মসূচী অনুসারে আজ ২০ নবেম্বর বুধবার ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে তার দীর্ঘায়ু কামনা কওে দোয়া মাহফিল। আগামীকাল ২১ নবেম্বর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে বেলা ১১টায় দোয়া মাহফিল। এ ছাড়া আজ ২০ নবেম্বর বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগরীসহ সকল ইউনিটে তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রঙিন পোস্টার প্রকাশ, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও র‌্যালি এবং গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল জানিয়েছেন। নিত্যপণ্যের দাম সাধ্যের বাইরে চলে গেছে- নজরুল ॥ নিত্যপণ্যের দাম মানুষের সাধ্যের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও টেক্সটাইল সেক্টর রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)। নজরুল বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি বয়স্ক মানুষ, তার ওপওে যে অমানবিক অত্যাচার-নির্যাতন করছে সরকার তার জন্য ইতিহাস কাউকে ক্ষমা করবে না।
×