ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসএ গেমসের পতাকা বাহক সাঁতারু শিলা

প্রকাশিত: ১১:৩৭, ২০ নভেম্বর ২০১৯

এসএ গেমসের পতাকা বাহক সাঁতারু শিলা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালে শিলং ও গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে মোট চারটি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এর মধ্যে একাই দুটি জিতেছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ১-১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ ক্রীড়া আসরে অংশ নিচ্ছেন না শিলা। তারপরও এই আসরে অন্য ভূমিকায় দেখা যাবে তাকে। গেমসের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন তিনি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন এসএ গেমসে বাংলাদেশ সেফ দ্য মিশন এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, ‘শিলাকে বেছে নিতে আমরা কয়েকটি বিষয় পর্যালোচনা করেছি। ১০০ ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সে-ই দক্ষিণ এশিয়ার সেরা। এই গেমসে হয় তো তার জায়গায় অন্য কেউ চলে আসবে। আর অনেক আগে থেকেই শিলা আমাদের কন্টিনজেন্টের একজন অংশ ছিল। ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেও আমরা ওকে নিয়ে যাব একজন ডেলিগেট হিসেবে।’ এসএ গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ের আশা স্পোর্টস রিপোর্টার ॥ ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। গত আসরে ক্রিকেট ছিল না। আট বছর পর আবারও দক্ষিণ এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট। ১-১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠেয় গেমসের এই ডিসিপ্লিনে ছেলে ও মেয়ে দুটি বিভাগেই অংশ নেবে বাংলাদেশ। এবারও ক্রিকেটে স্বর্ণজয়ের আশা লাল-সবুজের দলটির। বুধবার এসএ গেমসে আয়োজিত বিএসপিএ’র সেমিনারে এসে নিজের স্বপ্নের কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘এসএ গেমসে আমরা এমন দল করব যাতে সর্বোচ্চ পদক আনা যায়। আমি মনে করি গেমসে ক্রিকেটে আমাদের ভাল করা সম্ভব। আমরা স্বর্ণ জিতেই ফিরতে চাই। আমাদের প্রস্তুতিও ভাল। গেমস ক্রিকেট দল খেলবে এ নিয়ে আমরা মুখিয়ে আছি। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন সবসময় আমাদের খোঁজ নিচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে করে শেষ হাসিটা হাসতে পারি।’ গোপালগঞ্জে বঙ্গবন্ধু স্কুল কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলায় বালক ও বালিকা দলের স্কুল কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনে সহ-সভাপতি চৌধুরী এমদাদুল হক।
×