ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ বছর নিষিদ্ধ শাহাদাত

প্রকাশিত: ১১:৩২, ২০ নভেম্বর ২০১৯

পাঁচ বছর নিষিদ্ধ শাহাদাত

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার ২১তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচে মাঠেই সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে মারপিট করার জন্য জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিবকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে জরিমানা হয়েছে ৩ লাখ টাকা। মূলত পূর্বে শৃঙ্খলাভঙ্গের ঘটনা, গৃহকর্মীকে নির্যাতনের জন্য কারাভোগ করার বিষয়গুলো আমলে নিয়েই তার ওপর এত বড় শাস্তি আরোপ করেছে বিসিবি। এই নিষেধাজ্ঞার মধ্যে ২ বছর স্থগিত, অর্থাৎ ৩ বছরের মধ্যে এমন কর্মকা-ে না জড়ালেই ক্রিকেট খেলতে পারবেন শাহাদাত। ২৬ নবেম্বর পর্যন্ত এই শাস্তির বিপক্ষে আপীল করতে পারবেন তিনি। তবে জানা গেছে মূলত ঘটনার সূত্রপাত করেছিলেন আরেক পেসার মোহাম্মদ শহীদ এবং তিনিই প্রথম আরাফাতকে ধাক্কা দিয়েছিলেন। সে কারণে শহীদের ম্যাচ ফি থেকে ৫০ শতাংশ কর্তন করা হয়েছে। বিসিবি থেকে জানা গেছে তিনিও নিষেধাজ্ঞার শাস্তি পেতে যাচ্ছেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলার দ্বিতীয়দিন ঘটনাটি ঘটে। ঢাকা ও খুলনার মধ্যে খেলার তৃতীয়দিন নিজ দলের সতীর্থ আরাফাতকে বল শাইন করে দিতে বলেছিলেন শাহাদাত। আরাফাত অনীহা প্রকাশ করলে লাঞ্চের সময়ই সানির ওপর শারীরিক হামলা চালান তিনি। বাকিরা এসে তখন রক্ষা করেন আরাফাতকে। এর আগে ২০১৫ সালে গৃহকর্মীকে নির্যাতনের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞাসহ ২ মাসের জন্য কারাভোগও করেছেন শাহাদাত। তিনি নিজেই জানান মেজাজ হারিয়ে ফেলাতেই এমন কা ঘটেছে, ‘এটা সত্যি আমি নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারিনি। তবে সানি আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। যখন বল শাইন করতে বলেছি বাজেভাবে সে উত্তর দিয়েছে, যা আমার পক্ষে হজম করা কঠিন ছিল।’ ম্যাচ রেফারি আখতার আহমেদও স্বীকার করেন ঘটনার সত্যতা। তিনি রিপোর্ট পাঠিয়ে দেন টেকনিক্যাল কমিটির কাছে। সেই কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু শাহাদাতের শাস্তি বিষয়ে বলেন, ‘শাহাদাত আগেও এমন ঘটনা ঘটিয়েছিল। মাঠের মধ্যে সতীর্থদের গায়ে হাত দেয়া গুরুতর অপরাধ। কমিটির সবাই তার এই শাস্তির ব্যাপারে একমত ছিল। রিপোর্টে এসেছে, ও লেভেল ৪ অপরাধ করেছে। তারপর টেকনিক্যাল কমিটি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে।’ অবশ্য শাহাদাতের এই ঘটনাটির সূত্রপাত ঘটিয়েছিলেন আরেক পেসার শহীদ। এবারের এনসিএলে প্রথম ৫ রাউন্ডে খেলার সুযোগ পাননি শহীদ। ফিটনেস পরীক্ষায় পাস না করায় সুযোগ হয়নি তার। কিন্তু টুর্নামেন্টের শেষ রাউন্ডে সুযোগ পেয়েই শৃঙ্খলাভঙ্গের দায়ে ফেঁসেছেন। আরাফাতের সঙ্গে বল উজ্জ্বল করা নিয়ে প্রথমে বাকবিত ায় জড়ান শহীদ। এক পর্যায়ে তরুণ এই অফস্পিনারকে ধাক্কা দিয়ে বসেন তিনি। এরপরই সানির ওপর চড়াও হন শাহাদাত। শুরু করেন চড়-থাপ্পড়। আম্পায়াররা শহীদের এই ব্যাপারটিও এড়িয়ে যাননি। তারা সেটিও ম্যাচ রেফারিকে জানিয়েছেন। আচরণবিধির লেভেল ২ ভঙ্গ করায় ইতোমধ্যে শহীদের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিসিবির টেকনিক্যাল কমিটির কাছে এই পেসারের ব্যাপারে প্রতিবেদনও জমা দিয়েছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ। আরও বড় শাস্তির সম্মুখীন হতে পারেন শহীদ! কারণ তার বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের পুরনো ইতিহাস রয়েছে। শহীদের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছিল। অভিযোগ নিয়ে বিসিবির কাছেও এসেছিলেন তার স্ত্রী। তাই শহীদও সহজে পার পাবেন না।
×