ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কচুয়ায় হেলথ ক্যাম্প

প্রকাশিত: ০৯:৩০, ২০ নভেম্বর ২০১৯

কচুয়ায় হেলথ ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৯ নবেম্বর ॥ মা ও শিশুদের স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে কচুয়ায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চারশ’ ৫০ জন ল্যাকটেটিং কর্মজীবী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান, পুষ্টিকর নাস্তা, সাবান ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী প্রমুখ। চার বনদস্যু গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ১৯ নবেম্বর ॥ উপজেলার সংরক্ষিত বনাঞ্চল কাউয়ার চরের ঝাউবাগান থেকে গাছ কাটার অভিযোগে চার বনদস্যুকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এদের আটক করা হয়। এরা হচ্ছে মহিপুরের নজিবপুর গ্রামের আবু সালেহ, জালাল, মিরাজ ও হাসান। এ সময় পাঁচটি কাটা গাছ জব্দ করা হয়েছে। মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। অন্তত ২৫টি গাছ কাটার কথা জানালেন এ কর্মকর্তা। তবে স্থানীয়দের দাবি কয়েকদিন ধরে রাতে এ চক্রটি স্থানীয় একটি চক্রের সহায়তায় ৬০-৬৫টি ঝাউ গাছ কেটে নিয়েছে।
×