ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাথরঘাটা বিস্ফোরণ ঘটনাস্থলে শিক্ষা উপমন্ত্রী ॥ আর্থিক অনুদান

প্রকাশিত: ০৯:৩০, ২০ নভেম্বর ২০১৯

পাথরঘাটা বিস্ফোরণ ঘটনাস্থলে শিক্ষা উপমন্ত্রী ॥ আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাথরঘাটা ব্রিকফিল্ড সড়কের বড়ুয়া ভবনে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তিনি নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা ও আহতদের ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নগরীতে ভবনগুলোর নিচে সেপটিক ট্যাঙ্কের গ্যাস নিগর্মনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা তদারক করতে সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। মঙ্গলবার অকুস্থল পরিদর্শনে যান শিক্ষা উপমন্ত্রী। এ সময় তিনি নিহতদের স্বজনদের সান্ত¡না দেন। এছাড়া তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদেরও দেখতে যান। তিনি বলেন, অপরিকল্পিতভাবে অনেক ভবন গড়ে উঠেছে। সেপটিক ট্যাঙ্কগুলো ভবনের নিচেই করা হয়। সেখানে উৎপাদিত গ্যাস নিগর্মনের ব্যবস্থা যথাযথভাবে রয়েছে কিনা তা তদারক করার সময় এসেছে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সমন্বয়ের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, অনেক ভবন মালিক জানেন না সেপটিক ট্যাঙ্কের ঝুঁকি সম্পর্কে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিষয়ে তাদের ব্রিফ করতে হবে। দুর্ঘটনার কারণ বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আমি খোঁজ নিয়েছি। আমরা চাই তদন্তের মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হোক। উল্লেখ্য, গত রবিবার সকালে বড়ুয়া ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণে উড়ে যায় ভবনটির দুটি দেয়াল ও সংলগ্ন সীমানা প্রাচীর। এতে নারী শিশুসহ ৭ পথচারী প্রাণ হারান। মারাত্মকভাবে আহত হন আরও অন্তত ১০ জন। মোহনগঞ্জে অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ১৯ নবেম্বর ॥ মোহনগঞ্জ পৌর শহরের জালসুতা পট্টিতে অগ্নিকা-ে ৪ ঘরসহ ১৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, সোমবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকগণ হলেন দুদু মিয়া, পরিমল, নূর আহমেদ, জুলহাস, আব্দুর রশিদ, যথিবাবু, মানিক বাবু, লাল মিয়া, সুরাফ মিয়া, হাসান শেখ, রবি মিয়া, হেপি চৌধুরী প্রমুখ।
×