ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভালুকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৯:২৯, ২০ নভেম্বর ২০১৯

ভালুকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ১৯ নবেম্বর ॥ ভালুকা উপজেলার মেদুয়ারী পিত্তারটেক গ্রামে মঙ্গলবার সকালে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনার সময় ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে হাসমত আলী হাসু (৩৫) বাড়ির পাশে সব্জি ক্ষেতে আগাছা পরিষ্কার করতে যায়। এ সময় পল্লীবিদ্যুতের পরে থাকা ছেড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসুকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোণা করে। মাগুরায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মহম্মদপুরের দ্বাতিয়াতহ গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রুপারী খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম জয়নাল বিশ্বাস। ঘরের মেঝে পরিষ্কার করার সময় ছেড়া তারে জ্বড়িয়ে গুরুতর আহত হয়। এবং তাকে মহম্মদপুর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজাদপুরে সাত জুয়াড়ি আটক নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৯ নবেম্বর ॥ শাহজাদপুরে র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ জুয়াড়ি ও ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। জানা গেছে, সোমবার বিকেলে স্পেশাল কোম্পানি (সিরাজগঞ্জ) র‌্যাব ১২ এর ডিএডি মোঃ মানিক মিয়ার নেতৃত্বে উপজেলার বাঘাবাড়ী ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আলমগীর হায়দারের ছেলে তানজিল হায়দার রাসেলকে ৬শ’ ইয়াবাসহ ও জুয়েল রানাকে ২শ’ ইয়াবাসহ গ্রেফতার করে শাহজাদপুর থানায় সোপর্দ করে। পরে ডিএডি মানিক মিয়া বাদী হয়ে এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। অপরদিকে সোমবার সন্ধ্যায় শাহজাদপুর থানা পুলিশ উপজেলার জামিরতা জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করে।
×