ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

প্রকাশিত: ০৯:২৮, ২০ নভেম্বর ২০১৯

কলাপাড়ায় আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ১৯ নবেম্বর ॥ কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন প- হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী দুগ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, ভাংচুরের কারণে প্রথম অধিবেশন শেষে এ সম্মেলন প্রক্রিয়া প- হয়ে যায়। এক পর্যায়ে হাতাহাতি ও মারধরে রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় এমপি অধ্যক্ষ মহিবুর রহমানসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় হট্টগোলের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। এর মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল গাজী ও আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাচ্চু মোল্লা রক্তাক্ত জখম হয়েছেন। বিকেল তিনটার দিকে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বদিউর রহমান বন্টিনের সভাপতিত্বে এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হয়। দ্বিতীয় পর্বে সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণের ক্ষেত্রে একাধিক প্রার্থী থাকায় ভোটের ঘোষণা দেয়া হয়। এরপরই চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। রাজশাহীতে মাদক মামলায় বৃদ্ধের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে মাদক মামলায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমদাদুল হক এ রায় দেন। দ-প্রাপ্ত ব্যক্তির নাম আবদুল লতিফ। গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় তার বাড়ি। বাবার নাম মৃত আইয়ুব আলী। যাবজ্জীবন সশ্রম কারাদ- ছাড়াও আদালত লতিফকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও পাঁচ মাস বিনাশ্রম কারাদ-। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
×