ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় বাইক চালক নিহত

প্রকাশিত: ০৯:২৭, ২০ নভেম্বর ২০১৯

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় বাইক চালক নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পত্রিকা বহনকারী পিকআপের ধাক্কায় শফিকুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। সোমবার রাত সাড়ে তিনটার সময় খুলনার গাজী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার মশরকাটি গ্রামের মোসলেম গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পাফুল এপিসি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসপি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুর একটার পর শফিকুল ইসলামের মোটরসাইকেলে তার মেয়ে সাথীসহ চাঁন্দুলিয়া গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে শারমিন খাতুন ও কামাল গাজীর মেয়ে নাজমা খাতুন বাড়ি ফিরিছিল। পথে সাঁইহাটি স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পত্রিকা বহনকারী একটি পিকআপ ভ্যান ওই মোটরসাইকেলে আঘাত করে। এতে তারা চারজন গুরুতর জখম হয়। মির্জাপুরে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, ট্রাকের চাপায় মমতাজ রাজবংশী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মমতাজ রাজবংশী উপজেলা সদরের পুষ্টকামুরী (মাঝিপাড়া) গ্রামের শ্রীবাস রাজবংশীর স্ত্রী। ফরিদপুরে শিশু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, বোয়ালমারীতে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত এবং ৪ জন আহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামীণ সড়কে একটি ইটবাহী থ্রি হুইলার তিশা নামে আড়াই বছরের একটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিশা তেলজুড়ী গ্রামের তৈয়ব সোল্যার মেয়ে। অপরদিকে দুপুরে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের কানখড়দি নামক স্থানে বোয়ালমারী হতে ফরিদপুরগামী একটি লোকাল বাস যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দিলে চালকসহ ইজিবাইকের ৪ জন আহত হয়। চুয়াডাঙ্গায় সাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামে ট্রাকচাপায় জিয়া উদ্দীন (৩২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। জিয়া উদ্দীন দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর নতুনপাড়া গ্রামের আবু বাক্কার ছেলে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
×