ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃষি বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ০৯:২৬, ২০ নভেম্বর ২০১৯

কৃষি বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কৃষিই সমৃদ্ধি এই সেøাগানকে সামনে রেখে আগামী রবি মৌসুমে সরিষা ও গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আশুগঞ্জে প্রান্তিক ৫ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার আশুগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এই কৃষি বীজ ও সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন, কৃষি সম্প্রসারণ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিবাস দেবনাথ। আশুগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আবু নাসের, উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা। বাল্যবিয়ে রোধে সভা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার দুপুরে কামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি অডিটোরিয়ামে ‘বাল্যবিবাহ নিরোধকল্পে বিবাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এ সময় তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে বলেন শুধু সরকারই নয় সমাজ থেকে বাল্যবিয়ে রোধে মাদক রুখতে ও মৌনহয়রানি প্রতিরোধে সব স্তরের মানুষকে সচেতনতার পাশাপাশি এগিয়ে আসাতে হবে। নতুবা এ ব্যাধি সমাজ থেকে নির্মূল হবে না। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান প্রমুখ।
×