ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় সিএনজি ভর্তি ইলিশসহ পাচারকারী আটক

প্রকাশিত: ০৯:২৬, ২০ নভেম্বর ২০১৯

সাতক্ষীরায় সিএনজি ভর্তি ইলিশসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারের সময় ভোমরা সীমান্ত থেকে সিএনজি ভর্তি ১১৫ কেজি ইলিশ মাছসহ আল আমিন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে ভোমরা স্থলবন্দর বাজার সংলগ্ন পাঁকা রাস্তা ওপর থেকে এই মাছসহ তাকে আটক করা হয়। আটক আল আমিন সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, ভোমরা সীমান্ত দিয়ে এক দল চোরাকারবারি ভারতে ইলিশ মাছ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সিএনজি ভর্তি ১১৫ কেজি ইলিশ মাছসহ চোরাকারবারি আল আমিনকে আটক করা হয়। জব্দকৃত মাছসহ সিএনজির মূল্যে ৬ লাখ ৭২ হাজার ৫শ’ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আজ গোয়ালমারী জামালকান্দি যুদ্ধ দিবস নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ নবেম্বর ॥ দাউদকান্দির গোয়ালমারী-জামালকান্দি যুদ্ধ দিবস আজ। এই দিনে যুদ্ধে শহীদ হন ১১ মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২০ নবেম্বর ছিল পবিত্র ঈদ-উল-ফিতর। ভোর হয় হয় অবস্থা মসজিদ থেকে মোয়াজ্জিনের ফজরের আজানের ধ্বনি আসছে। কেউ ঘুমের ঘোরে অচেতন আবার কেউবা তৈরি হচ্ছেন ফজর নামাজ আদায় করতে। ঠিক এমনি সময়ে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী-জামালকান্দি এলাকা হানাদার পাকবাহিনীর মর্টার শেলের শব্দে প্রকম্পিত হয়ে উঠে। গোয়ালমারীতে ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। সেই ক্যাম্পে হামলা করাই ছিল পাক হানাদারদের মূল উদ্দেশ্য। ঈদের দিনে অপ্রস্তুত অবস্থায় ফেলে সহজেই মুক্তিযোদ্ধাদের গায়েল করা যাবে ভেবে পাক সেনারা হামলা করেছিল এই দিনে গোয়ালমারীতে।
×