ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর ও কনের বাবাকে জেল

প্রকাশিত: ০৯:২৫, ২০ নভেম্বর ২০১৯

বর ও কনের বাবাকে জেল

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ নবেম্বর ॥ সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধসহ বর ও কনের বাবাকে ১৪ দিন করে কারাদ- দেয়া হয়েছে। জানা গেছে, সোমবার রাতে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের আবুবকর শেখের মেয়ে ইদ্রাকপুর মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রীর সঙ্গে তারাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোহনের (২০) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সাঁথিয়া উপজেলা প্রশাসন থানা পুলিশসহ বিয়েবাড়িতে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে লোকজন দ্রুত পালিয়ে যায়। এ সময় বর মোহন ও কনের বাবা আবুবকর শেখকে আটক করা হয়। বাল্যবিয়ের দায়ে প্রত্যেককে ১৪ দিন করে কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার মুচলেকায় স্বাক্ষর করেন কনের বাবা। আজ গোয়ালমারী জামালকান্দি যুদ্ধ দিবস নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ নবেম্বর ॥ দাউদকান্দির গোয়ালমারী-জামালকান্দি যুদ্ধ দিবস আজ। এই দিনে যুদ্ধে শহীদ হন ১১ মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২০ নবেম্বর ছিল পবিত্র ঈদ-উল-ফিতর। ভোর হয় হয় অবস্থা মসজিদ থেকে মোয়াজ্জিনের ফজরের আজানের ধ্বনি আসছে। কেউ ঘুমের ঘোরে অচেতন আবার কেউবা তৈরি হচ্ছেন ফজর নামাজ আদায় করতে। ঠিক এমনি সময়ে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী-জামালকান্দি এলাকা হানাদার পাকবাহিনীর মর্টার শেলের শব্দে প্রকম্পিত হয়ে উঠে। গোয়ালমারীতে ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। সেই ক্যাম্পে হামলা করাই ছিল পাক হানাদারদের মূল উদ্দেশ্য। ঈদের দিনে অপ্রস্তুত অবস্থায় ফেলে সহজেই মুক্তিযোদ্ধাদের গায়েল করা যাবে ভেবে পাক সেনারা হামলা করেছিল এই দিনে গোয়ালমারীতে।
×