ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকা আমনে লেদা পোকার আক্রমণ ॥ দিশেহারা কৃষক

প্রকাশিত: ০৯:২৫, ২০ নভেম্বর ২০১৯

পাকা আমনে লেদা পোকার আক্রমণ ॥ দিশেহারা কৃষক

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৯ নবেম্বর ॥ ইঁদুরের উপদ্রব, বাদামি গাছ ফড়িং, ব্লাস্ট রোগ থেকে শেষে ধান কাটার মৌসুমে দেখা দিয়েছে সৈয়দপুরের আমন ক্ষেতে লেদা পোকা। এতে মড়ার উপর খাঁড়ার ঘায়ে আক্রান্ত হয়ে বিপাকে পড়েছে এ জনপদের কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রমতে, এবারে সৈয়দপুর উপজেলায় ৮২৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে অর্জিত হয়েছে ৮২০০ হেক্টর। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত মাঠের ৪০ ভাগ জমির ফসল কর্তন করা হয়েছে। আর আমন ধান কাটার এ সময়ে ক্ষেতে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমণ। কৃষকরা কীটনাশক প্রয়োগ করেও ঠেকাতে পারছে না লেদা পোকার আক্রমণ। ক’দিন আগে আমন ক্ষেতে ছিল ইঁদুরের উপদ্রব। এরপর ব্রি ধান-৩৪ জাতের ধান ক্ষেতে দেখা দিয়েছিল ব্লাস্ট রোগ। এ রোগে আক্রান্ত ফসলি জমিতে ধানের শুকনো শীষ বের হচ্ছে। তারপর স্বর্ণা জাতের ধান কাটার পরে দেখা দিয়েছে লেদা পোকা। মাঠের ধান মাঠে ঝরে পড়ে যাচ্ছে লেদা পোকার আক্রমণে। এতে কৃষকরা কাক্সিক্ষত ধান না পাওয়ায় দিশাহারা হয়ে পড়েছে। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের চাষী আরিফুল, মহির আলী অভিযোগ করে বলেন, আমন ফসলের এমন অবস্থায় কৃষি অফিস থেকে পরামর্শ দেয়া তো দূরের কথা কোন কর্মকর্তা মাঠে আসেনি। লেদা পোকার আক্রমণে একরপ্রতি ২০ মণ ধান কম পাওয়ার আশঙ্কা প্রকাশ করছে তারা। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়ারা ম-ল এ বিষয়ে বলেন, উপজেলায় বিভিন্ন এলাকার ধান ক্ষেতে বিচ্ছিন্নভাবে লেদা পোকা আক্রমণ করেছে।
×