ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ভূমি কর্মকর্তা দুদকের হাতে আটক

প্রকাশিত: ০৯:২৪, ২০ নভেম্বর ২০১৯

কালকিনিতে ভূমি কর্মকর্তা দুদকের হাতে আটক

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৯ নবেম্বর ॥ জমির শ্রেণী পরিবর্তন করে সরকারী সম্পত্তি বেহাত করে অবৈধ লেনদেনের অভিযোগে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাতে আবুল কালামকে মাদারীপুর সদর জেলহাজতে প্রেরণ করেছে দুদক। দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৌরভ দাস জানান, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপজেলার কয়ারিয়া ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ। তখন কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাটে একটি সরকারী পুকুরের শ্রেণী পরিবর্তন করে ব্যক্তি মালিকানায় বরাদ্দ দেন। পরে সেখানে কয়েকটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেন। এতে ওই ভূমি কর্মকর্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এই অভিযোগে ওই এলাকার কয়েকজন দুদকের ফরিদপুর আঞ্চলিক অফিসে অভিযোগ দায়ের করেন। তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ব্যাপারে দুদকের ফরিদপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক একে আজাদ মুঠোফোনে জানান, ‘অভিযোগের প্রেক্ষিতে তদন্তসাপেক্ষে আবুল কালাম আজাদকে সরকারী সম্পদ বিনষ্ট করার কারণে গ্রেফতার করা হয়েছে।
×