ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মধুপুরে খামারের বর্জ্যে ফসল ও পরিবেশ বিপর্যয়

প্রকাশিত: ০৯:২৪, ২০ নভেম্বর ২০১৯

মধুপুরে খামারের বর্জ্যে ফসল ও পরিবেশ বিপর্যয়

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৯ নবেম্বর ॥ মধুপুরে প্রভাবশালীদের পোল্ট্রি খামারের বর্জ্যে আশপাশের আবাদি জমি নষ্ট হয়ে ফসল আবাদের অযোগ্য হয়ে পড়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ব্যাপকভাবে। এতে করে জমির মালিকসহ এলাকাবাসী পড়েছেন চরম দুর্ভোগে। শিশুরা আক্রান্ত হচ্ছে নানা ধরনের রোগব্যাধিতে। এ নিয়ে প্রশাসনে ভুক্তভোগীরা একে একে দুইবার লিখিত অভিযোগ দিয়ে কোন সুরাহা তো পাননি। বরং উল্টো প্রভাবশালীদের মামলায় আসামি হয়েছেন এলাকার নিরীহ ১৪ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াত ভাঙ্গাবাজার গ্রামে। অভিযোগ থেকে জানা যায়, রানিয়াত ভাঙ্গাবাজার গ্রামের মৃত বছির উদ্দিনের প্রভাবশালী দুই ছেলে শামসুল হক ও আবদুল লতিফ বাড়ির পাশে এক এক করে চারটি পোল্ট্রি ও লেয়ার মুরগির খামার গড়েছেন। খামারের ৫ সহস্রাধিক মুরগির ব্যবহার করা পানি, বিষ্ঠা, বর্জ্য নালার মাধ্যমে আশপাশের ২০/২৫ বিঘা জমিতে প্রবেশ করে আবাদের অযোগ্য হয়ে পড়েছে। ভুক্তভোগী জমির মালিকরা তাদের জমিতে নানা চেষ্টা করেও কোন ফসল আবাদ করতে পারছেন না। সরেজমিনে গেলে খামারের আশপাশের জমির মালিক আবু হানিফ, তুলা মিয়া, ওয়াহেদ আলী, সেকান্দর, বারেক মিয়া, মাহা মিয়া, আবুল মিয়া ও কবজ আলীসহ স্থানীয়রা জানান, পোল্ট্রি খামারের বর্জ্যে শুধু আশপাশের জমিই নষ্ট হচ্ছে না। দুর্গন্ধে এলাকায় টেকা দায়। বাজারে ব্যবসা-বাণিজ্য ও মসজিদে নামাজ আদায় করা কঠিন হয়ে পড়েছে। ওষুধ ব্যবসায়ী আতিকুর রহমান সেন্টু জানান, মুরগির বর্জ্যরে গন্ধে এলাকা দূষিত হয়ে গেছে এবং এলাকার শিশুরা নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে। স্থানীয় মসজিদের ইমাম মৌলবি মনিরুজ্জামান জানান, পোল্ট্রি খামারের গন্ধে নির্বিঘেœ নামাজ আদায়ে প্রতি ওয়াক্তে মুসল্লিদের বিপাকে পড়তে হয়। স্থানীয়রা আরও জানান, খামার মালিক শামসুল কারও কথা শুনেন না। তার বিরুদ্ধে কিছু বললে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করেন। বাড়ির পাশে মরা মুরগি, মুরগির বিষ্ঠা ফেলে দিয়ে সাধারণ জীবন যাপনে বিঘœ ঘটাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেল, স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর গণস্বাক্ষর সম্বলিত এ বিষয় উল্লেখ করে পৃথক আবেদন করেছিলেন গত ২ জুলাই। অথচ চার মাসেও কোন সুরাহা পাননি। উল্টো পোল্ট্রি খামার নিয়ে অভিযোগ করা ভুক্তভোগীরা খামার মালিক শামসুল হকের রোষানলে পড়েছেন। এলাকার ১৪ নিরীহ ব্যক্তিকে আসামি করে গত ১৫ সেপ্টেম্বর আদালতে ফৌঃকাঃবিঃ আইনের ১০৭/১১৭(গ) ধারায় মামলা ঠুকে দিয়েছেন শামসুল হক। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শামসুল হক জানান, তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। ১৪ গ্রামবাসীর বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে মীমাংসার জন্য বৈঠক ডাকা হলেও খামার মালিক শামছুল হক হাজির হননি।
×