ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবৈধ পথে আসছে কসমেটিকস

প্রকাশিত: ০৯:২২, ২০ নভেম্বর ২০১৯

অবৈধ পথে আসছে কসমেটিকস

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে কসমেটিকস ও টয়লেট্রিজ পণ্যের আন্তর্জাতিক মান সম্পন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকলেও বিদেশী পণ্যের দিকেই ঝোঁক মানুষের। এই চাহিদার কারণে অবৈধপথে কসমেটিকস আসছে আশঙ্কাজনক হারে। ব্যবসায় টিকে থাকতে এ খাত সংশ্লিষ্টদের দাবি, সরকারের নজরদারি বাড়ানোর অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স কমানোর। রাজধানীর পুরান ঢাকার চকবাজার। দেশের প্রায় সকল কসমেটিকস পণ্যের সরবরাহ হয় পাইকারী এই বাজার থেকেই। চকবাজারের কসমেটিকস ব্যবসায় এখন ভাটার টান। নিত্যনতুন পণ্য না থাকায় ও অবৈধ আমদানিকারকদের কারণে এক সময়ে জমজমাট পাইকারি মার্কেটগুলোয় এখন ক্রেতার আনাগোনা খুবই কম। সংশ্লিষ্টরা জানান, দেশের বাজারে এ পণ্যের বছরের চাহিদা ১ থেকে ২ হাজার কোটি টাকার। বিদেশী পণ্যের মান ও চাহিদা বেশি হওয়ায় ২৫ ভাগ আসে অবৈধ নানা পথে। ফলে ভ্যাট ট্যাক্স দিয়ে যারা বৈধ পথে পণ্য আমদানি করে ব্যবসা করেন তারা প্রতিযোগিতায় টিকতে পারছেন না।
×