ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানবিক শিল্পী পল এলড্রিন অসি

প্রকাশিত: ১১:৫৯, ১৯ নভেম্বর ২০১৯

মানবিক শিল্পী পল এলড্রিন অসি

স্টাফ রিপোর্টার ॥ পল এলড্রিন অসি। মানবিক মানুষ, মানিবক শিল্পী। দীর্ঘদিন ধরে সঙ্গীত সাধনার পাশাপাশি ও নানাবিধ উন্নয়নমূলক কর্মকা-ের পাশাপাশি নিজেকে সামাজিক কর্মকা-ে নিবিড়ভাবে সম্পৃক্ত রেখেছেন। সঙ্গীত চর্চার পাশাপাশি মানবসেবার জন্য তিনি দেশের নানা প্রান্তে ছুটে যান। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়ান। কষ্টে থাকা কিছু কিছু অসহায় মানুষের অন্যতম ভরসা হয়ে দাড়িয়েছেন পল এলড্রিন অসি। বিশেষ করে ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালের বার্ন ইউনিটের পুড়ে যাওয়া রোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন পল এলড্রিন। তিনি মানুষের দুঃখ কষ্টে বরাবরই ছুটে যান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে বেশ আলোচিত কয়েকটি ঘটনায় প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। আমির হামজা, মারিয়া, টুম্পাসহ অসংখ্য শরীর ঝলসে যাওয়া বার্ন রোগীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করে তুলেছেন। তার এসব কর্মকা-ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ কেউ শিল্পী বলে, আবার কেউ কেউ মহামানুষ বলে ডাকেন। নিজের উপার্জিত অর্থের সিংহভাগ খরচ করেন সমাজের অবহেলিত, রোগাক্রান্ত, পুড়ে যাওয়া দুস্থ অসহায় রোগীদের উন্নত চিকিৎসা খাতে। পল এলড্রিন অসি গান প্রিয় মানুষ। তার নিজের প্রতিষ্ঠান ‘প্রাপ্তি আর্ট সাইন’ হতে গান রিলিজ হয়ে আসছে। তিনি বিভিন্ন শিল্পীদের দিয়ে কখনও গান করাচ্ছেন আবার তিনি নিজেও কখনও গান করছেন। এভাবেই চলছে তার সঙ্গীত জীবন। পল এলড্রিন অসির পরিচালনায় এ পর্যন্ত প্রায় ৩৫ টির বেশি গান নির্মাণ করেছেন। তার করা প্রতিটি গানেই পাওয়া যায় দেশ ও মাটির গন্ধ। পল এলড্রিন বলেন, আমি অসহায় মানুষদের হয়ে কথা বলি, বর্তমানে আমি ঢাকা মেডিক্যাল কলেজে বার্ন ইউনিট এবং অজ্ঞাত রোগীদের দেখাশুনা করছি, একটি সরকারের পক্ষে কখনই সব দিকে লক্ষ্য রেখে সমস্যা সমাধান করা সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশকে ভালবেসে, সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে নীরবে কাজ করে যেতে চাই অসহায় মানুষদের জন্য, মানুষের জন্য মানুষ এটাই আমি বিশ্বাস করি। আমি চাই কোন অসহায় রোগী যেন রাস্তায় পড়ে না থাকে, আমি আমার সীমিত আয় থেকে মানুষের কল্যাণে কিছু করে যেতে চাই।
×