ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ১১:৫৮, ১৯ নভেম্বর ২০১৯

বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে আজ মঙ্গলবার বেলা ১-১৫ মিনিটে প্রচার হবে বিশ্বসাহিত্য বিষয়ক অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’। অনুষ্ঠানটি পরিকল্পনা-গ্রন্থনা-উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ এরশাদ হোসেন। সম্প্রতি ঘোষিত দুই বছরের নোবেল বিজয়ী দুই লেখক ওলগা তোকারচুক ও পিটার হ্যান্ডকেকে নিয়ে ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানের এবারের পর্ব সাজানো হয়েছে। তাদের নিয়ে আলোচনা, লেখা থেকে পাঠ, কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের অংশবিশেষ প্রদর্শন ইত্যাদি। এবারের ম্যানবুকার জয়ী দুই লেখক মার্গারেট এটউড ও বারবারডাইন এভারিস্টোকে নিয়েও আলোচনার পাশাপাশি উভয়ের বক্তব্য তুলে ধরা হয়েছে বাংলা বাচনে। প্রসঙ্গত, তিন বছর আগে যাত্রা শুরু করা ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানটি বিটিভি ওয়ার্ল্ডে রাতের বেলা পুনর্প্রচার হয়ে থাকে।
×