ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিসিপাসের মুখে শেষের হাসি

প্রকাশিত: ১১:৪৭, ১৯ নভেম্বর ২০১৯

সিসিপাসের মুখে শেষের হাসি

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শেষটাকে রাঙ্গিয়ে নিলেন স্টেফানোস সিসিপাস। দুর্দান্ত খেলেই মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে রবিবার তিন সেটের কঠিন লড়াইয়ে তিনি পরাজিত করেন অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে। ফাইনালে স্টেফানোস সিসিপাস এদিন ৬-৭ (৬-৮), ৬-২ এবং ৭-৬ (৭-৪) সেটে পরাজিত করেন ডোমিনিক থিয়েমকে। সেই সঙ্গে ইতিহাসেও জায়গা করে নেন ২১ বছরের এই তরুণ। ১৮ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এটিপি ফাইনালসের শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন সিসিপাস। তার আগে এই রেকর্ড গড়েছিলেন লেইটন হিউইট। ২০০১ সালে। এটিপি ফাইনালসের শিরোপা জিতে দারুণ রোমাঞ্চিত সিসিপাস। এ প্রসঙ্গে ম্যাচের শেষে গ্রীক তারকা বলেন, ‘এই শিরোপা উঁচিয়ে ধরতে পারাটা সত্যিই বিস্ময়কর। এ যেন স্বপ্ন বাস্তবে রূপ নেয়ার মতো।’ তবে এক পর্যায়ে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা সিসিপাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচের এক পর্যায়ে আমি কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমার লড়াকু মানসিকতা এবং পারফর্মেন্সের ধারাবাহিকতা ক্রমেই ভাল হচ্ছে।’ মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালস। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ খেলোয়াড় অংশ নেন এই টুর্নামেন্টে। শুরু থেকেই বেশ ভাল পারফর্ম করেন স্টেফানোস সিসিপাস। নিজের প্রথম ম্যাচে তিনি ৭-৬ এবং ৬-৪ সেটে পরাজিত করেন ডানিল মেদভেদেভকে। দ্বিতীয় ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জেভরেভকেও হারিয়ে দেন তিনি। যে কারণে রাউন্ড রবিন গ্রুপের খেলার শেষ ম্যাচে হারলেও সেমিফাইনালে জায়গা করে নেন সিসিপাস। সেমিফাইনালেও দাপুটে পারফর্মেন্স উপহার দেন তিনি। শনিবার শেষ চারের লড়াইয়ে গ্রীসের এই প্রতিভাবান খেলোয়াড় ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজিত করেন বিশ্ব টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারকে। যার ফলে সেদিন লন্ডনের অনেক ভক্ত-অনুরাগীদেরও হতাশ করেন সিসিপাস। এর আগে চলতি মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেও ফেদেরারের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ম্যাচেও সিসিপাসের কাছে হেরে যান ফেড এক্সপ্রেস। এবার এটিপি ফাইনালসেও গ্রীকের তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ফেদেরার। সুদীর্ঘ ক্যারিয়ারে ২০ গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন ফেদেরার। শেষ চারে তাকে হারিয়ে ফাইনালের টিকেট কাটেন সিসিপাস। ফাইনালেও ধরে রাখলেন নিজের ধারাবাহিকতা।
×