ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টি১০ ক্রিকেট লীগ

বাংলা টাইগার্সের দুর্দান্ত জয়

প্রকাশিত: ১১:৪৭, ১৯ নভেম্বর ২০১৯

বাংলা টাইগার্সের দুর্দান্ত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মরুর দেশ আরব আমিরাতের আবুধাবিতে চলছে জনপ্রিয় টি১০ লীগের তৃতীয় আসর। সেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশী মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ‘বাংলা টাইগার্স’। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সেল কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে থিসারা পেরেরার দল। পরশু কর্নাটক টার্স্কাসকে ৫ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্স। দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করে কর্নাটক। হাশিম আমলা ও জনসন চার্লসের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১১৪ রান তোলেন তারা। ২৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫৭ রানের মারকাটারি ইনিংস খেলেন চার্লস। আর সমানসংখ্যক বলে ৬ চারে ৪৭ রানের ঝলমলে ইনিংস খেলেন আমলা। জবাবে ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচার ও রাইলি রুশোর ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে বাংলা টাইগার্স। মাত্র ১৫ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হন ফ্লেচার। আর ১০ বলে দায়িত্বশীল ২০ রান করেন রুশো। ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মোট ২৯ ম্যাচ। যেটি শেষ হবে আগামী ২৪ নবেম্বর। বাংলাদেশী মালিকানায় এই দলে বেশিরভাগ খেলোয়াড়ই বাংলাদেশের ছিল নিলামে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে শুধু ফরহাদ রেজাকে। তবে নিজেদের প্রথম দুই ম্যাচে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। বাংলা টাইগার্সের কোচের দায়িত্বে আছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। দলের বাকি কোচিং স্টাফের সবাই বাংলাদেশী।
×