ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ ইমার্জিং

প্রকাশিত: ১১:৪৬, ১৯ নভেম্বর ২০১৯

গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ ইমার্জিং

স্পোর্টস রিপোর্টার ॥ এসিসি ইমার্জিং টিমস কাপে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। শেষ গ্রুপ ম্যাচে সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়ে দেয় নেপাল ইমার্জিং দলকে। আগে ব্যাট করে ৪৪.৩ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় নেপাল। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হার না মানা ফিফটিতে ২৪ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল শান্তরা। এছাড়াও একই গ্রুপ থেকে ভারত রানার্সআপ হয়ে এবং ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে পাকিস্তান ও রানার্সআপ হিসেবে আফগানিস্তান সেমি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ‘এ’ গ্রুপ রানার্সআপ আফগানিস্তানের বিপক্ষে সেমিতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে প্রথম সেমিতে ভারত-পাকিস্তান খেলবে বুধবার। টানা দুই ম্যাচে দুই প্রতিপক্ষ হংকং ও ভারতকে বড় ব্যবধানে হারিয়ে সেমি প্রায় নিশ্চিতই করে রেখেছিল স্বাগতিক বাংলাদেশ। তবে সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে শেষ গ্রুপ ম্যাচে নেপালের বিপক্ষে জয়টা প্রয়োজন ছিল যে কোন শঙ্কা এড়াতে। সেই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। নেপাল শুরুটা অবশ্য ভালই করেছিল, ৩৩ রানের উদ্বোধনী জুটি পায় তারা। কিন্তু এরপর ফর্মের তুঙ্গে থাকা ডানহাতি পেসার সুমন খানের দাপটে দিক হারিয়ে ফেলে নেপাল। দুই ওপেনারকে ফিরিয়ে দেন সুমন এবং তানভীর ইসলামও আঘাত হানেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নেপাল। মিনহাজুল আবেদিন আফ্রিদির লেগস্পিনে দিশেহারা হয়ে পড়ে তারা। কিন্তু শেষদিকে সোমপাল কামি ৬৩ বলে ৪ চারে সর্বোচ্চ ৩৮ রান করলে দলীয় রান এক শ’ পেরিয়ে যেতে সক্ষম হয়। তবু ৩৩ বল বাকি থাকতেই মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় নেপাল। সুমন ও মিনহাজুল ৩টি করে এবং তানভীর ইসলাম ও মেহেদী হাসান ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে দলীয় ৩৪ রানে টানা দুই ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকানো সৌম্য সরকারের (১১) উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে নাইম শেখ ও শান্ত ৭৯ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এনে দেন। নাইম এবারও ফিফটি পাননি, ৫৬ বলে ৬ চারে ৪৫ রান করার পর সাজঘরে ফেরেন। কিন্তু শান্ত ৫৬ বলে ৬ চার, ২ ছক্কায় ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ২৬ ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। ২৪ ওভারে ২ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ। ৮ উইকেটের এ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হিসেবেই সেমিতে উঠেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার মিরপুরে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপ রানার্সআপ আফগানিস্তানের বিপক্ষে। শেষ গ্রুপ ম্যাচে আফগানরা ৭ উইকেটে পরাস্ত করে শ্রীলঙ্কাকে। তবে তারা হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। পাকরা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ সেরা হয়েছে। শেষ গ্রুপ ম্যাচে তারা ওমানকে ১৪৭ রানে হারিয়ে দেয়। বুধবার প্রথম সেমিতে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ১২০ রানে বিধ্বস্ত করে হংকংকে।
×