ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নট আউট ৯৯...

প্রকাশিত: ১১:৪১, ১৯ নভেম্বর ২০১৯

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নট আউট ৯৯...

জাহিদুল আলম জয় ॥ গৌরবময় কীর্তি থেকে আর মাত্র এক কদম দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ‘১০০’ গোলের মাইলফলকের অপেক্ষায় আছেন জুভেন্টাস তারকা। রবিবার রাতে ইউরো বাছাই ফুটবলে লুক্সেমবার্গের মাঠে এক গোল করায় বর্তমানে রোনাল্ডোর জাতীয় দলের হয়ে গোলসংখ্যা ৯৯। অনেক আগে থেকেই পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো তাই বিশ্বরেকর্ডের পথে ছুটে চলেছেন। আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ইরানের আলি দাইয়ের (১০৯টি) থেকে আর মাত্র ১০ গোল দূরে তিনি। ১১ গোল করলে দাইয়েকে টপকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন সি আর সেভেন। অনন্য অর্জনের পথে থাকা এই কিংবদন্তি ফুটবলার ভবিষ্যতে সব রেকর্ড নিজের করে নেয়ার ঘোষণা দিয়েছেন। ইউরো বাছাইয়ে ‘বি’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়েছে সফরকারী পর্তুগাল। ইউরো চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্ডেস ও অধিনায়ক রোনাল্ডো। আগের ম্যাচে লিথুয়ানিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগীজ তারকা। তার আগে দু’দলের প্রথম লেগে একই প্রতিপক্ষের বিরুদ্ধে একাই করেছিলেন চার গোল। এই নিয়ে দেশের হয়ে শেষ আট ম্যাচে ১৪ গোল করলেন জুভেন্টাস ফরোয়ার্ড। ৯৯ গোল করার পথে রোনাল্ডো পর্তুগালের হয়ে খেলেছেন ১৬৪ ম্যাচ। পরশু রাতে পর্তুগালকে আগ্রাসী রূপে দেখা যায়নি, তেমনি সি আর সেভেনকেও বোতলবন্দী করে রেখেছিলেন স্বাগতিক ডিফেন্ডাররা। যে কারণে ১০০ গোলের মাইলফলকে পৌঁছতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে পাঁচবারের ফিফা সেরা তারকাকে। লুক্সেমবার্গের বিরুদ্ধে শেষ মুহূর্তে রোনাল্ডো যে গোলটি পেয়েছেন তাতে অবশ্য তার তেমন মুন্সিয়ানা নেই। বল জালে প্রবেশের মুহূর্তে শুধু আলতো টোকা দিতে হয়েছে ৩৪ বছর বয়সী এই মহানায়ককে। তবে এজন্য লুক্সেমবার্গের জোসি বার্থেল স্টেডিয়ামের মাঠটাকে দোষ দিতেই পারেন রোনাল্ডো। ম্যাচ শেষে সেটাই করেছেন। পর্তুগাল অধিনায়কের মতে, এই মাঠে ফুটবল খেলা অসম্ভব। এটা অনেকটা আলু ক্ষেতের মতো! ম্যাচ শেষে রোনাল্ডো বলেন, এই ধরনের মাঠে খেলাটা খুব কঠিন। এটা তো আর মাঠ নয়, যেন আলু ক্ষেত! আমি ঠিক বুঝতে পারছি না এই পর্যায়ের দলগুলো এমন মানের মাঠে কীভাবে ফুটবল খেলে। এ কারণেই আমরা খুব একটা ভাল খেলতে পারিনি। তবে নিজেদের আসল কাজটা ঠিকই করতে পেরেছি। এই নিয়ে টানা সপ্তমবারের মতো ইউরোর মূলপর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল। আর ২০২০ ইউরো রোনাল্ডোর জন্য টানা পঞ্চম। পর্তুগালের ২০১৬ ইউরো জয়ী দলের অধিনায়ক তাই গর্বিত। বলেন, শেষ দুটি ম্যাচ আমাদের জিততেই হতো। আমি খুশি যে আমরা জিতেছি এবং আমি পঞ্চমবারের মতো ইউরো খেলতে যাচ্ছি। জাতীয় দলের হয়ে খেলতে পারাটা গর্বের। আর আমি গোল করে দলকে বাছাই পর্ব উতরাতে সাহায্য করতে পেরেছি এজন্য খুব ভাল লাগছে। ইরানের আলি দাইয়ে ২০০৬ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। এ কারণে রোনাল্ডোকে টেক্কা দেয়ার মতো আর কেউ বর্তমানে নেই। এখন যারা খেলা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে রোনাল্ডোর পরে তৃতীয় স্থানে আছেন ভারতীয় অধিনায়ক সুনিল ছেত্রী। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ৭২। ৬৮ গোল করে এর পরের অবস্থানে আছেন রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। সর্বোচ্চ গোলের রেকর্ডটা তাই হাতের মধ্যেই রোনাল্ডোর। বিষয়টি তিনিও বুঝতে পারছেন। তাইতো এ বিষয়ে জানতে চাইলে পর্তুগাল অধিনায়ক সোজাসাপ্টা বলেন, ‘সব রেকর্ডই এক সময় ভাঙ্গবে। আর রেকর্ডগুলো আমিই ভাঙ্গব।’ তবে ৯৯তম গোল করার ম্যাচটি খুব একটা ভাল কাটেনি রোনাল্ডোর। কেননা লুক্সেমবার্গের মাঠে স্বাগতিক দর্শকরা ম্যাচের বেশিরভাগ সময়ই তাকে মেসি বলে খেপিয়েছেন! যতবারই বল নিয়ে রোনাল্ডো বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছেন, দর্শকরা ‘মেসি, মেসি’ বলে চিৎকার করেছেন। শট মিস করার পরও সেই একই চিৎকার-‘মেসি, মেসি, মেসি! তবে দর্শকদের এই ব্যঙ্গ-বিদ্রƒপ সহ্য করে রোনাল্ডো জবাবটা ঠিকই দিয়েছেন গোল করে।
×