ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বখাটের উৎপাতে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৯:৪২, ১৯ নভেম্বর ২০১৯

বখাটের উৎপাতে কলেজছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বখাটে এক কলেজ ছাত্রের উৎপাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে কারিমা আক্তার কার্নিজ (১৪) নামের এক স্কুলছাত্রী। সোমবার বেলা ১১টায় ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কলকুটিপাড়া গ্রামে। কার্নিজ ওই গ্রামের কৃষক আবুল কালামের মেয়ে। সে এবার কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তিন ভাই-বোনের মধ্যে কার্নিজ বড়। এ ঘটনার পর পালিয়ে গেছে বখাটে কলেজছাত্র কাওছার আলী (১৮)। কাওছার একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে উপজেলার পুটিমারী বিএম কলেজের প্রথম বর্ষের ব্যাংকিং শাখার প্রথম বর্ষের ছাত্র। কারিমা আক্তার কার্নিজের বাবা ও মা শিল্পী বেগম অভিযোগ করে জানায় গ্রামের কাওছার আলী তাদের মেয়েকে বেশ কিছুদিন ধরে উক্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে গত ১০ দিন আগে গ্রামে বিচার সালিশে কাওছার আর উৎপাত করবে না বলে ক্ষমা চায়। কিন্তু শনিবার কারিমা আক্তার কার্নিজ জেএসসির শেষ পরীক্ষা দিয়ে ফিরে আসার সময় রাস্তায় পুনরায় উৎপাত করে কাওছার। মেয়ে বাড়ি ফিরে বিষয়টি জানালে তারা কাওছারের পরিবারের কাছে অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে কাওছার ছুটে এসে কার্নিজের বাবাকে মারপিট করে হুমকি দেয় এবার দেখব তোমাদের মেয়ে কি করে বাড়ির বাইরে যায়। তাকে আমি বিয়ে করে বউ বানাব। এ নিয়ে গ্রামে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হলে পুলিশ এসে তা থামিয়ে দিয়ে চলে যায়। কিন্তু কাওছারের হুমকি-ধমকিতে কারিমা আক্তার কার্নিজ বাড়ির বাইরে বের হতে পারছিল না। ঘটনার দিন সকালে মেয়েটি বাড়ির বাইরে দরজায় দাঁড়ালে কাওছার ছুটে এসে তাকে বউ বউ বলে ডাকতে থাকে। এ অবস্থায় মেয়েটি ছুটে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর ঘরে একটা শব্দ হলে পরিবারের লোকজন ছুটে গিয়ে মেয়েকে হাকডাক দিতে থাকে। কোন সাড়া শব্দ না পেয়ে তারা ঘরের দরজা ভেঙ্গে ফেলে দেখতে পায় ঘরের তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে তাদের মেয়ে ঝুলছে। এলাকাবাসী তারা মেয়েকে নামিয়ে উপজেলা হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×