ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ল্যাবরেটরি সরঞ্জাম প্রদান

প্রকাশিত: ০৯:৪০, ১৯ নভেম্বর ২০১৯

ল্যাবরেটরি সরঞ্জাম প্রদান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা জোন কর্তৃক সরকারী ডিগ্রী কলেজের হলরুম সজ্জিতকরণ, লাইব্রেরির বই ও ল্যাবরেটরি সরঞ্জাম প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সকালে কলেজের অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল নওরোজ নিকোশিয়ার, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কামারখন্দে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা মিনি অডিটরিয়ামে উপজেলার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।
×