ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স ॥ উপাচার্য

প্রকাশিত: ০৯:৪০, ১৯ নভেম্বর ২০১৯

দুর্নীতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স ॥ উপাচার্য

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, দুর্নীতি আজ ক্যান্সারের মতো সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। জাতির জন্য এটি খুবই উদ্বেগজনক। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, তার প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বাত্মক সমর্থন রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান জিরো টলারেন্স। সোমবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিইডিপির ৮ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এ সময় উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয় প্রমাণ হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা কর্তৃপক্ষকে সরবরাহ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দানে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান প্রমুখ। নোয়াখালীতে ২৫ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৮ নবেম্বর ॥ নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারে আবারও অগ্নিকা-ে কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীয়া। রবিবার রাতে বেগমগঞ্জের রেলস্টেশন সংলগ্ন মার্কেটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে যায়। ব্যবসায়ীরা জানান, গত ছয় মাসে এ মার্কেটে তিনবার এ ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে।
×