ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় তিন হাজার একর জমিতে জলাবদ্ধতা

প্রকাশিত: ০৯:৩৫, ১৯ নভেম্বর ২০১৯

ভাঙ্গুড়ায় তিন হাজার একর জমিতে জলাবদ্ধতা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৮ নবেম্বর ॥ অপরিকল্পিত ড্রেন নির্মাণের কারণে ভাঙ্গুড়া উপজেলার বিশাকোল গ্রাম হতে সাতবাড়িয়া পর্যন্ত ৪ কিলোমিটার সাবমারসিবল সড়কের পশ্চিম পাশে প্রায় তিন হাজার একর জমিতে বর্ষার পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চলনবিল অধ্যুষিত এসব জমিতে রবিশস্য আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে উপজেলা প্রকৌশল অফিসের বরাদ্দে প্রায় চার কোটি টাকা ব্যয়ে উপজেলার অষ্টমণিষা ও খানমরিচ ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে বিশাকোল গ্রাম হতে সাতবাড়িয়া পর্যন্ত চার কিলোমিটার সাবমারসিবল সড়ক নির্মাণ করা হয়। এই সড়কের দুপাশে হাজার হাজার একর জমিতে রবিশস্য ও বোরো ধান আবাদ করা হয়। সড়কের দুই পাশের এসব জমির পানি নিষ্কাশনের জন্য সড়কের বিভিন্ন স্থানে তিন ফুট প্রশস্ত ১১ টি ইউড্রেন নির্মাণ করা হয়। ইউড্রেনের মাধ্যমে সড়কের পশ্চিম পাশের বন্যার পানি সড়কের পূর্বপাশের জমির ওপর দিয়ে গুমানী নদীতে নিষ্কাশন হয়। কিন্তু ইউড্রেনগুলো সঙ্কীর্ণ হওয়ায় পানির চাপ থাকলে ও সড়কের পশ্চিম পাশের পানি অত্যন্ত ধীর গতিতে নিষ্কাশন হচ্ছে। এর ফলে সড়কের পশ্চিম পাশের জমিতে বিশাল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষকদের অভিযোগ,সাবমারসিবল সড়কের প্রয়োজনীয় স্থানে প্রশস্ত ড্রেন নির্মাণ না করে সঙ্কীর্ণ ইউড্রেন নির্মাণ করায় সাবমারসিবল সড়কটির পশ্চিমপাশে অষ্টমণিষা ও খানমরিচ ইউনিয়নের পনেরোটি গ্রামের প্রায় তিন হাজার একর জমির ওপর তিন ফুট উচ্চতায় পানি জমে আছে। অথচ সড়কের পূর্ব পাশের বেশিরভাগ জমিরই পানি নেমে গেছে। সড়কের পূর্বপাশে পানি কম থাকলেও সঙ্কীর্ণ ইউড্রেন দিয়ে পর্যাপ্ত পানি বের না হওয়ায় সড়কের পশ্চিমপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর দুটি ইউড্রেন মাটি ভরাট হয়ে অকার্যকর হয়ে পড়েছে। অষ্টমণিষা ইউনিয়নের চেয়ারম্যান আয়নুল হক জানান, উপজেলা প্রকৌশল সড়কে অপরিকল্পিতভাবে সঙ্কীর্ণ ইউড্রেন নির্মাণ করার কারণে হাজার হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুই-একদিনের মধ্যে সড়ক ভেঙ্গে অথবা অন্য কোন উপায়ে পানি বের করতে না পারলে এসব জমি এ বছর অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান জানান, কৃষকদের বাঁচাতে যে কোন ধরনের উদ্যোগ নেয়া যেতে পারে। কৃষি অফিসের মাধ্যমে এসব জমিতে দ্রুত জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা করা হবে।
×